আজকাল ওয়েবডেস্ক: টেস্টে নতুন রেকর্ড রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার। বাংলাদেশের বিরুদ্ধে সপ্তম উইকেটে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়লেন ভারতের স্পিন জুটি। ভাঙলেন শচীন তেন্ডুলকর-জাহির খানের রেকর্ড। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে দশম উইকেট ১৩৩ রান যোগ করেন এই জুটি। ঢাকায় ২০০৪ সালে এই নজির গড়েছিলেন শচীনরা। এদিন চেন্নাইয়ে সেই রেকর্ড ভাঙলেন ভারতের দুই তারকা ক্রিকেটার। এছাড়াও আরও একটি রেকর্ড গড়ল অশ্বিন-জাদেজা জুটি। টেস্টে চেন্নাইয়ে প্রথমবার সপ্তম উইকেটে ১৫০ রানের বেশি যোগ করলেন তাঁরা। এই জুটির ওপর ভর করে প্রথম দিনের শেষে শক্ত ভীত গড়ার দিকে এগোচ্ছে ভারত।
চেন্নাইয়ে প্রথম টেস্টের চা-পানের বিরতিতে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান ছিল ভারতের। ২১ রানে ব্যাট করছিলেন অশ্বিন। ৭ রানে অপরাজিত ছিলেন জাদেজা। ভারতকে লড়াইয়ে রাখার দায়িত্ব ছিল তাঁদের কাঁধে। টপ অর্ডারের ব্যাটিং বিপর্যয়ের পর দলকে টেনে নিয়ে যান এই জুটি। ৫৮ বলে অর্ধশতরানে পৌঁছে যান অশ্বিন। টেস্ট নয়, একদিনের মেজাজে খেলেন ভারতীয় স্পিনার। বল হাতে জ্বলে ওঠার আগেই ব্যাট হাতে দুরন্ত অশ্বিন। ১১৪ বলে ১০০ রানের পার্টনারশিপ সম্পূর্ণ করেন। ১৭৫ বলে ১৫০ রান সম্পূর্ণ করেন এই জুটি। ১০৮ বলে শতরানে পৌঁছে যাব অশ্বিন। স্ট্রাইক রেট ৯২.৫৯। টেস্টে মোট ষষ্ঠ শতরান। ঘরের মাঠে দ্বিতীয়। অশ্বিনের শতরানে ব্যাকফুটে বাংলাদেশ।
