আজকাল ওয়েবডেস্ক: আট মাস পর জাতীয় দলে ফিরেই রেকর্ড গড়লেন অর্শদীপ সিং। টি–টোয়েন্টি আন্তর্জাতিকে করে ফেললেন বিশ্বরেকর্ড। দ্রুততম পেসার হিসেবে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হলেন ভারতীয় বোলার। পিছনে ফেললেন পাকিস্তানের হ্যারিস রউফকে। ওমানের বিরুদ্ধে একটি উইকেট তুলে রেকর্ড বইয়ে নাম তুললেন অর্শদীপ।
তবে এই বিশেষ মুহূর্তটির জন্য তারকা পেসারকে অপেক্ষা করতে হল আট মাস। চলতি বছরের জানুয়ারি মাসেই তিনি ৯৯টি উইকেট তুলে ফেলেছিলেন। তারপর আর টি–টোয়েন্টি হয়নি। এশিয়া কাপের প্রথম দুটি ম্যাচে সুযোগ পাননি। অবশেষে ওমানের বিরুদ্ধে প্রথম একাদশে জায়গা পেতেই ১০০তম উইকেটটি নিজের ঝুলিতে পুরে ফেলেন অর্শদীপ।
আরও পড়ুন: ওমানের বিরুদ্ধে কষ্টার্জিত জয়, পাক ম্যাচের আগে কি চিন্তা বাড়ল গম্ভীরদের?
মাত্র ৬৪ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন অর্শদীপ। ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র তাঁরই টি–টোয়েন্টিতে ১০০ উইকেট রয়েছে। ভারতের হয়ে টেস্টে প্রথম ১০০ উইকেট তোলেন বিনু মানকড়, ওয়ানডেতে কপিল দেব। এবার তাঁদের সঙ্গে নাম উঠল অর্শদীপেরও। এর আগে পাক পেসার হ্যারিস রউফ ৭১ ইনিংসে ১০০ উইকেট পেয়েছিলেন। সেই রেকর্ড ভেঙে দিলেন অর্শদীপ। তবে সব মিলিয়ে আইসিসি পূর্ণ সদস্য দলগুলির বোলারদের মধ্যে তিনি আছেন তৃতীয় স্থানে। আফগানিস্তানের স্পিনার রশিদ খান (৫৩ ইনিংস) ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা (৬৩ ইনিংস) দ্রুততম হিসেবে টি–টোয়েন্টিতে ১০০ উইকেট পেয়েছেন। ২০২২ সালে টি–টোয়েন্টি আন্তর্জাতিকে অভিষেক হয়েছিল অর্শদীপের।
আরও পড়ুন: হাইকোর্টের রায় ইস্টবেঙ্গলের পক্ষে, গত মরশুমে লাল হলুদকে কলকাতা লিগ চ্যাম্পিয়ন ঘোষণায় বাধা নেই...
তবে ওমান ম্যাচে প্রত্যাশা অনুযায়ী বল করতে পারেননি অর্শদীপ। ৪ ওভারে ৩৭ রান দেন। বোলিংয়ে পরীক্ষার পথে হেঁটেছে ভারত। কুলদীপ (১–২৩), হার্দিক (১–২৬) খারাপ বল করেননি। অক্ষর আবার বল করেন মাত্র এক ওভার। কিন্তু বুমরার অনুপস্থিতিতে পেস অ্যাটাকের মুখ হওয়ার মতো পারফর্ম করতে পারেননি হর্ষিত–অর্শদীপ। পাকিস্তান ম্যাচের আগে ব্যাটিং নিয়ে কিছুটা চিন্তা থাকল। তবে বোলিং নিয়ে ভাবনা থাকল তার থেকেও বেশি।
এদিকে, এশিয়া কাপে গ্রুপের শেষ ম্যাচে ওমানকে ২১ রানে হারাল ভারত। তবে লড়াই করে জিততে হল ভারতকে। এই প্রথম ওমানের বিরুদ্ধে খেলল ভারত। তারা কিন্তু যথেষ্ট লড়াই দিল।
আরও পড়ুন: মেসির সঙ্গে বড় অঙ্কের চুক্তি করছে মায়ামি, টাকার অঙ্কটা জানলে চমকে যাবেন...
যদিও এশিয়া কাপে এবার জয়ের হ্যাটট্রিক হয়ে গেল ভারতের। গ্রুপের তিনটে ম্যাচ জিতে টেবিলের একনম্বর দল হিসেবেই সুপার ফোরে টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৮ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তোলে ভারত। মনে হয়েছিল, আবু ধাবির মন্থর উইকেটে এই রান তাড়া করতে গিয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়বে ওমানের ইনিংস। কিন্তু রীতিমত লড়াই করে তারা। জসপ্রীত বুমরা ছিলে না। বাকি ভারতীয় বোলারদের তেমন তোয়াক্কা করেনি প্রতিপক্ষের অনামী ক্রিকেটাররা। নির্ধারিত ওভারের শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রানে শেষ করে ওমান। ভারত জেতে ২১ রানে।
