আজকাল ওয়েবডেস্ক: ঘরের মাঠে মেসি-মার্টিনেজের যুগলবন্দি। মেসির কাছ থেকে বল পেয়ে দর্শনীয় গোল করেন মার্টিনেজ। সেই গোলেই আর্জেন্টিনা-পেরু ম্যাচের ভাগ্য নির্ধারিত হল। প্যারাগুয়ের কাছে হার মানার পরে আর্জেন্টিনা ফের জয়ের রাস্তায় ফিরল। কিন্তু যত চর্চা হচ্ছে মার্টিনেজের গোলটিরই। আর্জেন্টিনার জয়সূচক গোলটির নায়কের শটটার নাম কী? কী রেকর্ড গড়লেন, তা নিয়েই জোর আলোচনা চলছে। 

মেসির বাঁ পায়ের ভাসানো বল মার্টিনেজের কাছে পৌঁছতেই শূন্যে শরীর ছুড়ে দিয়ে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। 

পেরুর গোলকিপার পেড্রো গ্যালেস বাঁ দিকে শরীর ছুড়ে দিয়েও সেই বল ধরতে পারেননি। ৫৫ মিনিটে মার্টিনেজের ওই গোলেই আর্জেন্টিনা ১–০ গোলে হারায় পেরুকে।  

আর্জেন্টিনার সংবাদ মাধ্যমে মার্টিনেজের ওই শূন্যে শরীর ছুড়ে গোল করা নিয়ে প্রচুর কালি খরচ হয়েছে। মার্টিনেজের ওই শটটার নাম দেওয়া হয়েছে 'পিরোয়েত' শট। 

আর্জেন্টিনা জাতীয় দলের ইতিহাসে মার্টিনেজের গোলটি ১,৯৯৯-তম। মেসিও একটি রেকর্ড ছোঁন। সর্বোচ্চ অ্যাসিস্ট হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের ল্যান্ডন ডনোভানকে (৫৮) ছুঁয়ে ফেলেন মেসি।  

?ref_src=twsrc%5Etfw">November 20, 2024

পেরুর বিরুদ্ধে গোল করায় কিংবদন্তি দিয়েগো মারাদোনাকে ছুঁয়ে ফেলেন মার্টিনেজ।  মার্টিনেজ ও মারাদোনার গোলসংখ্যা এখন সমান (৩২)।  ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে স্কালোনির দল।