আজকাল ওয়েবডেস্ক:‌ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন আন্দ্রে রাসেল। জানা গেছে, আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি টি২০ ম্যাচ খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন আন্দ্রে রাসেল। 


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের দলে রাসেলকে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ। তবে প্রথম দুটো ম্যাচ খেলবেন রাসেল। সেই ম্যাচ দুটি হবে রাসেলের ঘরের মাঠ জামাইকার সাবিনা পার্কে। 


প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার সাত মাস আগেই অবসর নিচ্ছেন রাসেল। দু’মাসেরও কম সময়ের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা ক্রিকেটার রাসেল এবং নিকোলাস পুরানের অবসর হচ্ছে। ২০১২ এবং ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজের টি২০ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন রাসেল। দেশের হয়ে ৮৪টি টি২০ ম্যাচে ১০৭৮ রান করেছেন রাসেল। গড় ২২, সর্বোচ্চ রান ৭১, স্ট্রাইক রেট ১৬৩.০৮। টি২০ আন্তর্জাতিকে ৩০.৫৯ গড়ে ৬১টা উইকেটও নিয়েছেন রাসেল। টেস্ট খেলেছেন একটি। আর দেশের হয়ে ওয়ানডে খেলেছেন ৫৬টি। রান করেছেন ১০৩৪। গড় ২৭.‌২১। স্ট্রাইক রেট ২৭.‌২১। সর্বোচ্চ রান ৯২ অপরাজিত। উইকেট নিয়েছেন ৭০টি।


আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর পর আইপিএলে কেকেআরের হয়ে আগামী মরসুমে তাঁকে খেলতে দেখা যাবে কি না তা এখনও নিশ্চিত নয়।


৩৭ বছরের রাসেল আবেগঘন বার্তায় বলেছেন, ‘‌ ‘জাতীয় দলের হয়ে খেলাটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ কেমন সেটা শব্দে বোঝাতে পারব না। ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করা আমার জীবনের অন্যতম গর্বের বিষয়। ছোটবেলায় কখনও ভাবতে পারিনি একদিন এই পর্যায়ে পৌঁছব। ওয়েস্ট ইন্ডিজের জার্সি আমাকে আরও উন্নত ব্যাটার বানিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে আমি খুব ভালবাসি। ক্যারিবিয়ান থেকে আগামী দিনে যে সমস্ত ক্রিকেটার উঠে আসবে তাদের রোল মডেল হয়েই অবসর নিতে চাই।’ 

 

আরও পড়ুন:‌ ক্রিকেটে নতুন নিয়মের ভাবনা আইসিসি’‌র, বড় বদল আসতে চলেছে 


আগামী ২১ জুলাই থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজের প্রথম দু’টি ম্যাচ খেলে ২৩ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন ড্রে রাস। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট সম্ভবত চালিয়ে যাবেন কেকেআর তারকা।


এটা ঘটনা, বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলেন রাসেল। রানও করেছেন প্রচুর। এখনও অবধি ৫৬১ ম্যাচে তাঁর রান ৯৩১৬। গড় ২৬.‌৩৯। স্ট্রাইক রেট ১৬৮। দেশের হয়ে না হলেও ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দুটি শতরান রয়েছে রাসেলের। সর্বোচ্চ ১২১ অপরাজিত। নিয়েছেন ৪৮৫ উইকেট। 


আমেরিকার মেজর লিগ ক্রিকেটেও খেলতে দেখা গেছে এবার রাসেলকে। নয় ম্যাচে করেছেন ১২৬ রান। তিনি খেলেছেন লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে। সর্বোচ্চ অপরাজিত ৬৫। উইকেট রয়েছে ১০টি। 

গত কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, এবার হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন রাসেল।  বুধবার সেই জল্পনায় সিলমোহর দেন রাসেল নিজেই।


উল্লেখ্য, মাত্র কয়েকদিন আগেই ১৪.৩ ওভারে ২৭ রানে অলআউট হয়ে লজ্জার নজির গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ব্যর্থতার জন্য নাম না করে আইপিএল–সহ সমস্ত ফ্র্যাঞ্চাইজি লিগকে দোষারোপ করেছেন ব্রায়ান লারা। কিন্তু দেশের সেরা ক্রিকেটাররা ঝুঁকছেন সেই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকেই। দিনকয়েক আগে নিকোলাস পুরান অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। এবার সেই পথে হাঁটলেন রাসেলও।