আজকাল ওয়েবডেস্ক: একসময়ে সার্চ ইঞ্জিনে 'চোকার্স' শব্দটা টাইপ করলে ফুটে উঠত দক্ষিণ আফ্রিকা। লর্ডসে সেই 'চোকার্স' অপবাদ ঘোচালেন তেম্বা বাভুমার প্রোটিয়া ব্রিগেড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল জিতে নতুন নজির দক্ষিণ আফ্রিকার।
কেপলার ওয়েসেলস, হ্যান্সি ক্রোনিয়ে, গ্যারি কার্স্টেন, শন পোলক, গ্রেম স্মিথ-সহ আরও অনেকে যে চূড়োয় পৌঁছতে পারেননি, তেম্বা বাভুমা সেই শিখরে পৌঁছে বিজয়কেতন উড়িয়েছেন নিজের এবং অবশ্য়ই দক্ষিণ আফ্রিকার। অনুপ্রেরণার আরেক নাম বোধহয় বাভুমা। অস্ট্রেলিয়াকে লর্ডসে হারিয়ে টেস্টের নতুন রাজা দক্ষিণ আফ্রিকা।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোট পেয়েছিলেন। সেই চোট নিয়েই খেলে গিয়েছিলেন অদম্য বাভুমা। সেই চোট বড় বালাই। চোটের লাল চোখ দেখে ছিটকে গিয়েছিলেন তিনি। চোট সারিয়ে তিনি আবার দলে ফিরলেন। অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট। ওয়ানডে দলে তিনিই ক্যাপ্টেন। লর্ডসে মার্করাম সেঞ্চুরি না করলে কি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তাজটা আসত দক্ষিণ আফ্রিকায়? তা নিয়ে চর্চা চলতেই পারে। টেস্টের মুকুট জয়ের পর বিশ্রামে ছিলেন মার্করাম। টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে দলে ফিরলেন এইডেন মার্করাম।
আগস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়া ব্রিগেড। দুই সংস্করণের জন্য বৃহস্পতিবার আলাদা দুটি দল ঘোষিত হয়েছে। দুই ফরম্যাটে দুই অধিনায়ক। ওয়ানডে দলের নেতৃত্বে বাভুমা। টি-টোয়েন্টি দলের ক্যাপ্টেন মার্করাম। প্রথমবারের মতো রঙিন পোশাকের দলে ডাক পেয়েছেন প্রেনেলান সুব্রায়েন।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট সিরিজে নামতেই পারেননি বাভুমা। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নতুন পরীক্ষা বাভুমার।
আরও পড়ুন: ব্যাট হাতে ঝড় তুললেন 'কাশ্মীরের পোলার্ড', শচীনের জার্সি পরে ৭৭ বলে করলেন ২৩২ রান
ফাইনালের পর মার্করাম ছাড়াও কাগিসো রাবাদা, কেশব মহারাজ, ভিয়ান মুল্ডার, ত্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটনদের বিশ্রাম দিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু অস্ট্রেলিয়া সফর যে সব অর্থেই ভিন্ন। তাই প্রোটিয়া ব্রিগেডে ডাক পেয়েছেন তাঁরা। অস্ট্রেলিয়া যাওয়ার বিমানে উঠছেন সবাই।
ওয়ানডের জন্য ১৬ ও টি-টোয়েন্টির জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দলে কেবল ডাক পেয়েছেন বাভুমা, ম্যাথু ব্রিটস্ক, টনি ডি জর্জি, মহারাজ, মুল্ডার।
শুধুমাত্র টি-টোয়েন্টি দলে রয়েছেন জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, নাকাবা পিটার, ও রাসি ফন ডার ডাসেন। চলতি মাসের শুরুতে জিম্বাবোয়ের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় সুব্রায়েনের। এই অফ স্পিনার এখন দেশের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার অপেক্ষায়। ১০১টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা হয়ে গিয়েছে সুব্রায়েনের। তাঁর ঝুলিতে ৯৬টি উইকেট। স্বীকৃতি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ১২০টি। ১১০টি উইকেটের মালিক তিনি।
বলের পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন সুব্রায়েন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬৪ ইনিংসে ৩টি পঞ্চাশ রয়েছে তাঁর। রান করেছেন ৯৩৩। টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৪ ইনিংসে করেছেন ৪৯২ রান।
দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট ও টি-টোয়েন্টি খেলা লুয়ান-ড্রে প্রিটোরিয়াস প্রথমবারের মতো ডাক পেয়েছেন ওয়ানডে দলে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪ ম্যাচে তাঁর রান সংখ্যা ৫৭৭। সেঞ্চুরি করেছেন দু'টি। পঞ্চাশ তিনটি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে চোট পেয়েছিলেন মার্কো ইয়ানসেন। অস্ত্রোপচার হয় তাঁর। অস্ট্রেলিয়া সফরে যে তিনি থাকবেন না, তা জানাই ছিল। এদিন দলঘোষণার পরে দেখা যায় ইয়ানসেনকে রাখা হয়নি। অজিদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি তিনটি হবে ১০, ১২ ও ১৬ আগস্ট। ওয়ানডে হবে ১৯, ২২ ও ২৪ আগস্ট। বাভুমাকে নতুন করে দেখবে ক্রিকেটবিশ্ব। এই বাভুমা আর আগের মতো ঘুমিয়ে পড়া অধিনায়ক নন। একটা জাতিকে জাগিয়ে তোলা এক অধিনায়কের নাম তেম্বা বাভুমা।
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দল: এইডেন মার্করাম (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, নাকাবা পিটার, লিয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন, রাসি ফন ডার ডাসেন।
দক্ষিণ আফ্রিকা ওয়ানডে দল: তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বশ, ম্যাথু ব্রিটস্ক, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, এইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, লুয়ান-ড্রে প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।
আরও পড়ুন: কলকাতা লিগে গড়াপেটার ছায়া, নির্বাসিত দুই ক্লাবের কোচ-ফুটবলার
