আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন ভারতের তরুণ ওপেনার অভিষেক শর্মা। ৫৪ বলে ১৩৫ রানের ইনিংসে অভিষেক শতরান সম্পন্ন করেন ৩৭ বলে। তাতেই একাধিক রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি। এটি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক শর্মার দ্বিতীয় শতরান। ওয়াংখেড়েতে অভিষেক অর্ধশতরান করেছেন মাত্র ১৭ বলে। পাওয়ার প্লে চলাকালীন ছ’ওভারে ৯৫ রান করে ভারত। টি-টোয়েন্টি ম্যাচে পাওয়ার প্লে-তে এটাই ভারতের সর্বোচ্চ রান। ইনিংসে ১০টি ছক্কা হাঁকিয়ে বিধ্বংসী শতরান পূর্ণ করেন অভিষেক। তাঁর ১৩৫ রানের ইনিংসের সৌজন্যে ভারতের রান পৌঁছায় ২৪৭ রানের বিশাল স্কোরে।

 

শুধু ব্যাট হাতেই নয় রবিবার বল হাতেও ইংল্যান্ডকে চাপে ফেলে অভিষেক। প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার পান তিনিই। বিধ্বংসী ইনিংসে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম শতরানের মালিক হলেন তিনি। তাঁর ৩৭ বলে শতরানের রেকর্ডের আগে তালিকায় নাম রয়েছে শুধু রোহিত শর্মার। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন রোহিত। বিশ্ব ক্রিকেটে দ্রুততম টি-টোয়েন্টি শতরানের তালিকায় অভিষেক চতুর্থ স্থানে রয়েছেন।

 

তার আগে আছেন সিকান্দার রাজা (৩৩ বল), ডেভিড মিলার (৩৫ বল) এবং রোহিত শর্মা (৩৫ বল)। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ বলের নিচে শতরান করার কৃতিত্ব অর্জন করেছেন। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার অ্যারন ফিঞ্চের, যিনি ৪৭ বলে শতরান করেছিলেন। এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও ভেঙেছেন অভিষেক। এর আগে রোহিত শর্মা ও সঞ্জু স্যামসনের যৌথভাবে ১০টি ছক্কার রেকর্ড ছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে এক ইনিংসে ১৩টি ছয় মেরে সেই রেকর্ড ভেঙে দিয়েছেন অভিষেক।