নিজস্ব সংবাদদাতা: বছর ঘুরতে না ঘুরতেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক ধারাবাহিক। হঠাৎ করেই শেষ দিনের শুটিং হয়ে গেল জি বাংলার ধারাবাহিক 'যোগমায়া'র।

'আলোর কোলে', 'অষ্টমী'র পর এবার তিন মাস যেতে না যেতেই বন্ধ হল 'যোগমায়া'। যদিও এই তিনটি ধারাবাহিকের ক্ষেত্রেই মনে করা হচ্ছে টিআরপি অন্যতম কারণ। টিআরপি তালিকায় প্রথম থেকেই তেমন ভাবে জায়গা করে নিতে পারেনি 'যোগমায়া'। 'যোগমায়া' ধারাবাহিকের মাধ্যমে অনেক বছর পর আবার অভিনয় ফিরেছিলেন নায়িকা নেহা আমনদীপ, তাই নেহার মন খারাপ একটু বেশিই।

শুরু মানেই তার শেষ হবে, তবে একাধিক ধারাবাহিকের এইভাবে এত তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়া চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে বহু অভিনেতা অভিনেত্রীর জন্য। ধারাবাহিক মানে অভিনেতা-অভিনেত্রীদের জন্য অনুশীলন তো বটেই, এছাড়াও আর্থিক দিক থেকেও অনেকটাই চিন্তা কমায় শিল্পীদের। তবে ধারাবাহিকের ক্ষেত্রেও অনিশ্চয়তা দিন দিন বাড়ছে। একটা ধারাবাহিক শুরু হওয়া মানেই যে দিনের পর দিন চলবে এখন আর সেই ছবিটা প্রায় দেখা যাচ্ছে না। তবে এ কথাও সত্যি যে একাধিক ধারাবাহিক শেষ হওয়ার পাশাপাশি শুরু হচ্ছে বহু নতুন ধারাবাহিক। কিন্তু ধারাবাহিকের সঙ্গে যুক্ত শিল্পী ও কলা কুশলীদের কপালে চিন্তার ভাঁজ ক্রমশই বাড়ছে।