আজকাল ওয়েবডেস্ক: পেট্রোল পাম্পে তেল ভরতে যান নিয়মিত। তাহলে এই জিনিসগুলির উপর নজর রাখুন। না হলে গাড়ির ইঞ্জিনের সর্বনাশ হয়ে যাবে।
সবার আগে পেট্রোল পাম্পে যাওয়ার সময় মিটারের দিকে নজর রাখবেন। প্রথমেই দেখে নিন আপনি প্রিমিয়াম পেট্রোল ভরবেন না সাধারণ পেট্রোল। কিন্তু এতকিছুর পরেও তেল ভরার পর আপনার গাড়ি বিগড়ে যেতে পারে।
ই২০ পেট্রোল কিন্তু আদতে খারাপ নয়। কিন্তু এই পেট্রোল আপনার গাড়ির ইঞ্জিন খারাপ করে দিতে পারে। এখন জেনে নিন এই পেট্রোল কি জিনিস? যদিও এই পেট্রোল সব পাম্পে পাওয়া যায় না। এই ধরণের পেট্রোলে রয়েছে ইথানল। যা আপনার গাড়ির ইঞ্জিনকে বিগড়ে দিতে পারে। যদিও ২০২৩ সালের পর যে সমস্ত মডেল এসেছে সেই সমস্ত গাড়ির ক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু তার আগের গাড়ি হলে ই২০ পেট্রোল ভরলে কিন্তু সর্বনাশ হয়ে যেতে পারে।
এই ই২০ ধরনের পেট্রোলের ক্ষেত্রে ৮০–২০ অন্তরায়ও বুঝে নিতে হবে। যেখানে ৮০ শতাংশ গ্যাসোলিন ও ২০ শতাংশ ইথানল থাকে। ২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে এই ধরনের পেট্রোল বাজারে মিলছে। ২০২৫ সালের মধ্যে সব পেট্রোল পাম্পে এই ধরনের তেল মিলবে। ই২০ পেট্রোলে যে ইথানল রয়েছে তা বায়ো ফুয়েল। এখন যে পেট্রোল পাম্পে মেলে তাতে রয়েছে ১৩ শতাংশ ইথানল।
এই ৭ শতাংশ বাড়ার অর্থ বায়ুদূষণ কম হয়। কিন্তু তার সঙ্গে ২০২৩ সালের আগের মডেলের গাড়ির ইঞ্জিনের খারাপ হওয়ার সম্ভাবনাও থেকে যায়।
