আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবারের পর বৃহস্পতিবার সকালে ফের উত্তপ্ত হয়ে উঠল সন্দেশখালি। লাঠি, বাঁশ হাতে বৃহস্পতিবার সকালে পথে নামলেন সন্দেশখালির মহিলারা। তাঁদের দাবি, তৃণমূলের স্থানীয় নেতা শেখ শাহজাহান, ব্লক সভাপতি শিবপ্রসাদ হাজরা এবং তাঁর সঙ্গী উত্তম সর্দারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
প্রসঙ্গত, বুধবার শাহজাহান বাহিনীকে তাড়া করে ভাগানোর পর বৃহস্পতিবার সকালে শাহজাহানদের গ্রেপ্তারি চেয়ে এবার পথে নামলেন মহিলারা। মহিলাদের দাবি, তাঁরাও তৃণমূল করেন। কিন্তু দলের নাম ভাঙিয়ে শাহজাহানরা এত দিন যে অত্যাচার গ্রামবাসীদের উপর করেছেন, এবার তার বিহিত চান সকলে। বৃহস্পতিবার লাঠি, বাঁশ হাতে সন্দেশখালি থানা ঘেরাও করার চেষ্টা করেন মহিলারা। পুলিশ তাঁদের আটকে দেয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন মহিলারা। মহিলাদের দাবি, শাহজাহানরা দিনের পর দিন ধরে জমি দখল করেছেন। মানুষের উপর অত্যাচার চালিয়েছেন। গ্রামের মহিলাদের দাবি, এত দিন শিবপ্রসাদ, শাহজাহানদের ভয়ে মুখ বুজে সমস্ত অত্যাচার সয়েছেন। বিক্ষোভকারীদের অভিযোগ, উত্তম সর্দার এবং শিবু হাজরার লোকজন নিজেদের পোল্ট্রি ফার্মে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। তার পর ভাঙচুর এবং আগুন লাগানোর দায় ঠেলে গ্রামবাসীদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার মহিলারা। এদিকে পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে র‌্যাফ।