আজকাল ওয়েবডেস্ক: গণপরিবহনে চেপে, যানজট কাটিয়ে কর্মক্ষেত্রে পৌঁছতে মাঝে মধ্যে ক্লান্তি চলে আসে সকলেরই। তবুও পেটের তাগিদে দৌড়তে হয়। সম্প্রতি, চিনের এক ব্যক্তি সমাজমাধ্যমে তাঁর কর্মক্ষেত্রে যাতায়াতের একটি একটি টাইম-ল্যাপস ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিও দেখে সকলেরই প্রশ্ন কাজে যেতে আর কত নীচে নামতে হবে।

বিষয়টি কী? ভিডিওটি যেই যুবক সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি চিনের চংকিং শহরের বাসিন্দা। এই শহরটি বিখ্যাত তার গোলকধাঁধা রাস্তার জন্য। পর্যটকরা ঘুরতে গিয়ে বেজায় মুশকিলে পড়েন। সেখানকারই এক যুবক দেখিয়েছেন অফিসে যেতে তাঁকে কতটা নীচে নামতে হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, চ‌ংকিং শহরে নিজের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে একটু এগোনোর পরেই একটি সিঁড়ির কাছে এসে দাঁড়ান এক চিনা যুবক। সামনেই রাস্তা কেটে সিঁড়ি বানানো রয়েছে। অনেকগুলি সিঁড়ি ভেঙে নীচে নামেন তিনি। এ রকম ভাবে একাধিক সিঁড়ি দিয়ে নীচে নামার পর ভূগর্ভস্থ পথে প্রবেশ করেন। সেখান থেকেও স্বয়ংক্রিয় সিঁড়ি দিয়ে অনেকটা নীচে নামেন। সেখান থেকে বড় রাস্তায় বেরিয়ে একটি বাড়িতে ঢোকেন। সেই বাড়িতেও আরও তিন ধাপ সিঁড়ি ভেঙে সবশেষে পৌঁছলেন অফিসে।

?ref_src=twsrc%5Etfw">December 11, 2024

ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এক জন লিখেছেন, ''মনে হচ্ছে চিনের এই ভাই পাতালে গিয়ে অফিস করেন।'' এক জন লিখেছেন, ''সবচেয়ে খারাপ বিষয় হল এতটা উপরে হেঁটে তাঁকে আবার বাড়ি ফিরতে লাগবে।'' ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ২৫ লক্ষ বার দেখা হয়েছে। লাইকের সংখ্যাও বাড়ছে ঝড়ের বেগে।