আজকাল ওয়েবডেস্ক: বিয়ের পিঁড়িতে বসে রয়েছেন বর-কনে। শুরু হতে চলেছে বিয়ের রীতি। আচমকা হবু বর এমন কাণ্ড ঘটিয়ে বসলেন যার ফলে বিয়েতে উপস্থিত অথিতিরা এমনকি বিয়ে করাতে আসা পুরোহিতও। নিজের বিয়েতে গড়গড়িয়ে মন্ত্র পড়তে শুরু করলেন হবু বর। সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
হরিদ্বারের কুঞ্জ বাহাদুরপুরে বিয়ের আসর বসেছিল। পাত্র সাহারানপুরের বাসিন্দা বিবেক কুমার। বিয়ে করতে বসেই সকলকে চমকে দিয়েছেন তিনি। পুরোহিতের বদলে নিজেই মন্ত্র পড়তে শুরু করলেন। কোনও ভুলত্রুটি ছাড়াই। বিবেক পরে জানান, দীর্ঘ সময় ধরে ওই বৈদিক মন্ত্রগুলি শিখছিলেন। নিজের উপর তাঁর আস্থা ছিল। এর পরেই বিবাহের পবিত্র আচার-অনুষ্ঠানগুলি পালন করার সিদ্ধান্ত নেন বিবেক।
Groom Becomes Priest: #Saharanpur Man Conducts His Own Wedding Rituals pic.twitter.com/keHAABXD77
— Genzdigest (@Genzofficia_l)Tweet by @Genzofficia_l
বিবেক গুরুকুল কাংরি বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসি নিয়ে পড়াশোনা করেছেন। প্রথম থেকেই হিন্দু রীতিনীতির প্রতি আগ্রহ ছিল তাঁর। তিনি জানান, তাঁর পরিবারে সঙ্গে আর্য সমাজের যোগসূত্র রয়েছে। খুব কম বয়স থেকেই বৈদিক মন্ত্র পাঠ করা শুরু করেন। বারো ক্লাস পাশের পর আচার্য বীরেন্দ্র শাস্ত্রীর তত্ত্বাবধানে সেই রীতি চালিয়ে যান। নিজের বিয়ে ছাড়াও আরও বেশ কয়েকটি বিয়েতে পৌরহিত্য করেছেন বিবেক। নতুন প্রজন্মকে হিন্দু রীতির প্রতি আরও উৎসাহী করতে তাঁর এই পদক্ষেপ।
