আজকাল ওয়েবডেস্ক: দু'দিন বাদেই ভ্যালেনটাইন্স ডে। প্রিয় মানুষের সঙ্গে বিশেষভাবে দিনটিকে পালন করার জন্য অনেকেই নানা রকম পরিকল্পনা করে রেখেছেন। কেউ নিভৃতে সময় কাটাতে চান। কেউ বা ভাল রেস্তোরাঁতে গিয়ে খাবার খেতে চান। কিন্তু যাঁরা এখনও সিঙ্গল বা সদ্য বিচ্ছেদ ঘটেছে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে, তাঁদের কী হবে? সেই সব মানুষদের জন্য বিশেষ অফার নিয়ে এসেছে একটি রেস্তোরাঁ।
দুবাইয়ের একটি রেস্তোরাঁ ভ্যালেনটাইন্স ডে-র বিনামূল্যে বার্গার খাওয়ানোর কথা ঘোষণা করেছে। কিন্তু তাঁরা একটি শর্তও আরোপ করেছে। কী শর্ত? রেস্তোরাঁর তরফ থেকে জানানো হয়েছে, বিনামূল্যে বার্গার পেতে হলে সঙ্গে রাখতে হবে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকার একটি ছবি। সেই ছবিটিকে কুচি কুচি করে ছিড়ে ফেলতে হবে। তাহলেই বার্গার এসে হাজির হবে আপনার সামনে। দিতে লাগবে না কোনও টাকা।
ইনস্টাগ্রামে এই রেস্তোরাঁর অফারের ভিডিও ভাইরাল হয়েছে। ইতিমধ্যেই এক কোটি বার দেখা হয়েছে ভিডিওটি। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। একজন লিখেছেন, ''আমি কখনই আমার প্রাক্তন প্রেমিকের ছবি সঙ্গে রাখব না।'' অন্য একজন লিখেছেন, ''প্রাক্তনের ছবির পিছনে খরচ করার চেয়ে সেই টাকা দিয়ে বার্গারটি কিনেই নেব।'' একজন মজার ছলে লিখেছেন, ''যদি কারও তিনটি প্রাক্তন প্রেমিক বা প্রেমিকা থাকে তাহলে কি তিনি তিনটি বার্গার বিনামূল্যে পাবেন।''
