আজকাল ওয়েবডেস্ক:‌ বিয়ে করতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনার বলি বর সহ পরিবারের আট সদস্য। গুরুতর আহত দু’‌জন হাসপাতালে ভর্তি।
শনিবার ভোর সাড়ে ৬ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের সম্বল জেলায়। জানা গেছে চালক অত্যন্ত দ্রুতগতিতে এসইউভি চালাচ্ছিলেন। গাড়িতে বর সহ পরিবারের আট সদস্য ছিলেন। অতিরিক্ত গতির জন্যই চালক নিয়ন্ত্রণ হারান ও গাড়িটি জেওয়ানাই গ্রামের জনতা ইন্টার কলেজের দেওয়ালে ধাক্কা মেরে উল্টে যায়।
গাড়িতে চালক সহ দশজন ছিলেন। বিয়ে করতে যাচ্ছিলেন সুরজ। তিনি সহ পরিবারের পাঁচ জন ঘটনাস্থলেই মারা যান। জানা গেছে, সম্বল জেলার হর গোবিন্দপুর গ্রাম থেকে কনের বাড়ি বদাঁয়ু জেলার সিরতোল গ্রামে যাচ্ছিল বর ও তাঁর পরিবারের অন্য সদস্যরা। রাস্তাতেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। মৃতদের মধ্যে দুই শিশুও রয়েছে। 


পাঁচ জন ঘটনাস্থলে মারা যাওয়ার পাশাপাশি তিন জন হাসপাতালে মারা যান। গুরুতর জখম দু’‌জনকে আলিগড় মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। মৃতদের মধ্যে আছেন সুরজ (‌২৪)‌, আশা (‌২৬)‌, ঐশ্বর্য (‌২)‌, বিষ্ণু (‌৬)‌। পুলিশ জানিয়েছে, গাড়িটিকে যাত্রীসংখ্যা বেশি ছিল। চালক অতিরিক্ত গতিতে চালাতে গিয়েই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনার পর গাড়িটি দুমড়েমুচড়ে যায়।