নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'কথা' ধারাবাহিকে রথযাত্রার মহাপর্বে মহা বিপদে এভি এবং কথা। তবে গল্পে টেনশন থাকলেও শুটিংয়ের মাঝে এদিন সকলকে নিজেদের হাতের রান্না খাওয়ালেন সাহেব ও সুস্মিতা।
'কথা' ধারাবাহিকের রথযাত্রা মহাপর্বে অপহরণ করা হচ্ছে কথাকে। প্রান্তিকের জন্য আবারও ভয়ঙ্কর বিপদের মুখে কথা। এর আগে আবারও কথা এভিকে আরও কাছাকাছি দেখতে পাবেন দর্শকেরা। বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে কথাকে।এরকম টানটান দৃশ্যের শুটিং হলেও লাঞ্চ ব্রেকে দেখা গেল একদম অন্য ছবি। রথযাত্রার মহা পর্বের শুটিংয়ে মহা আয়োজন করলেন সাহেব। 'কথা' পরিবারের জন্য রান্না করে আনবেন দু’জনে। শুধু তাই নয় সকলকে খাবার পরিবেশন করলেন পর্দার কথা, এভি। এভি জনপ্রিয় শেফ, তবে বাস্তবেও যে সাহেব ভট্টাচার্য দারুন রান্না করেন, তার প্রমাণ পাওয়া গেল এইদিন।
বাড়ি থেকে নিজে হাতে রান্না করে এনেছিলেন খিচুড়ি, ডিমকষা, মুরগির মাংস। সুস্মিতা দে রান্না করে এনেছিলেন আলুর দম এবং পাপড়, চাটনি। সবাইকে বসিয়ে সুন্দর করে পরিবেশন করলেন সাহেব, সুস্মিতা। খিচুড়ির ওপর সকলকে ঘি ছড়িয়ে দিতেও ভুললেন না সাহেব। সবাইকে পরিবেশন করে দেওয়ার পর নিজেরা খেতে বসলেন সাহেব সুস্মিতা। সাহেবের রান্না করা খিচুড়ি কেমন লাগলো সুস্মিতার? অভিনেত্রীর মিষ্টি উত্তর, ‘’আমি তো ১০ এ ১০০ দেব, দারুন টেস্ট হয়েছে।‘’ সাহেব কি সত্যিই নিজে রান্না করেছেন? এই প্রশ্নে সাহেবের উত্তর, ‘’মানেটা কী? আমি রান্না করতে পারি। বিশ্বাস না হলে কেমন হয়েছে সকলকে জিজ্ঞাসা করলেই জেনে যাবে।‘’ পর্দার এভির মত বাস্তবেও দারুণ রান্না করেন সাহেব।এরপর গল্পে আড্ডায় খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লেন 'কথা' পরিবারের সদস্যরা। এখন প্রশ্ন, বিপদের হাত থেকে কীভাবে কথাকে বাঁচাবেন এভি? সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে মহাপর্ব।
'কথা' ধারাবাহিকের রথযাত্রা মহাপর্বে অপহরণ করা হচ্ছে কথাকে। প্রান্তিকের জন্য আবারও ভয়ঙ্কর বিপদের মুখে কথা। এর আগে আবারও কথা এভিকে আরও কাছাকাছি দেখতে পাবেন দর্শকেরা। বস্তায় ভরে নিয়ে যাওয়া হচ্ছে কথাকে।এরকম টানটান দৃশ্যের শুটিং হলেও লাঞ্চ ব্রেকে দেখা গেল একদম অন্য ছবি। রথযাত্রার মহা পর্বের শুটিংয়ে মহা আয়োজন করলেন সাহেব। 'কথা' পরিবারের জন্য রান্না করে আনবেন দু’জনে। শুধু তাই নয় সকলকে খাবার পরিবেশন করলেন পর্দার কথা, এভি। এভি জনপ্রিয় শেফ, তবে বাস্তবেও যে সাহেব ভট্টাচার্য দারুন রান্না করেন, তার প্রমাণ পাওয়া গেল এইদিন।
বাড়ি থেকে নিজে হাতে রান্না করে এনেছিলেন খিচুড়ি, ডিমকষা, মুরগির মাংস। সুস্মিতা দে রান্না করে এনেছিলেন আলুর দম এবং পাপড়, চাটনি। সবাইকে বসিয়ে সুন্দর করে পরিবেশন করলেন সাহেব, সুস্মিতা। খিচুড়ির ওপর সকলকে ঘি ছড়িয়ে দিতেও ভুললেন না সাহেব। সবাইকে পরিবেশন করে দেওয়ার পর নিজেরা খেতে বসলেন সাহেব সুস্মিতা। সাহেবের রান্না করা খিচুড়ি কেমন লাগলো সুস্মিতার? অভিনেত্রীর মিষ্টি উত্তর, ‘’আমি তো ১০ এ ১০০ দেব, দারুন টেস্ট হয়েছে।‘’ সাহেব কি সত্যিই নিজে রান্না করেছেন? এই প্রশ্নে সাহেবের উত্তর, ‘’মানেটা কী? আমি রান্না করতে পারি। বিশ্বাস না হলে কেমন হয়েছে সকলকে জিজ্ঞাসা করলেই জেনে যাবে।‘’ পর্দার এভির মত বাস্তবেও দারুণ রান্না করেন সাহেব।এরপর গল্পে আড্ডায় খাবার খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লেন 'কথা' পরিবারের সদস্যরা। এখন প্রশ্ন, বিপদের হাত থেকে কীভাবে কথাকে বাঁচাবেন এভি? সেটা জানার জন্য অবশ্যই দেখতে হবে মহাপর্ব।
