নিজস্ব সংবাদদাতা: দু'বছরের মধ্যেই ফের হাসপাতালে ভর্তি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। আরও একবার অস্ত্রোপচার। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তবে এখন অস্ত্রোপচারের পর ভাল আছেন ঋতাভরী। জানালেন মা শতরূপা সান্যাল।
২০২১ সালে শারীরিক অসুস্থতার কারণে অস্ত্রোপচার হয় ঋতাভরীর। আবারও হাসপাতালে ভর্তি টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। গলব্লাডারে স্টোনের অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে এখন ভাল আছেন তিনি। মা শতরূপা সান্যাল জানিয়েছেন, কাল চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারবেন কবে হাসপাতাল থেকে মুক্তি পাবেন ঋতাভরী। আরও ১ দিন হয়তো ভর্তি থাকতে হবে এই অভিনেত্রীকে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ঋতাভরী, শারীরিক অসুস্থতা নিয়েই কাজ করছিলেন। তবে শুটিং এর মাঝেই অসুস্থ হয়ে পড়ছিলেন মাঝেমধ্যে। অবশেষে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিছুদিন আগেই বিশেষভাবে সক্ষম বাচ্চাদের স্কুলে নিজের জন্মদিন উদযাপন করেন ঋতাভরী। বহু বছর ধরেই এই বিশেষ স্কুলের বাচ্চাদের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে জন্মদিনের পরেই আরও বেশি অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। মা শতরূপা সান্যাল হাসপাতালেই রয়েছেন ঋতাভরীর পাশে। এখন চিন্তার কোনও কারণ নেই, সুস্থ আছেন তিনি।
২০২১ সালে শারীরিক অসুস্থতার কারণে অস্ত্রোপচার হয় ঋতাভরীর। আবারও হাসপাতালে ভর্তি টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। গলব্লাডারে স্টোনের অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে এখন ভাল আছেন তিনি। মা শতরূপা সান্যাল জানিয়েছেন, কাল চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারবেন কবে হাসপাতাল থেকে মুক্তি পাবেন ঋতাভরী। আরও ১ দিন হয়তো ভর্তি থাকতে হবে এই অভিনেত্রীকে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ঋতাভরী, শারীরিক অসুস্থতা নিয়েই কাজ করছিলেন। তবে শুটিং এর মাঝেই অসুস্থ হয়ে পড়ছিলেন মাঝেমধ্যে। অবশেষে চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। কিছুদিন আগেই বিশেষভাবে সক্ষম বাচ্চাদের স্কুলে নিজের জন্মদিন উদযাপন করেন ঋতাভরী। বহু বছর ধরেই এই বিশেষ স্কুলের বাচ্চাদের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে জন্মদিনের পরেই আরও বেশি অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। মা শতরূপা সান্যাল হাসপাতালেই রয়েছেন ঋতাভরীর পাশে। এখন চিন্তার কোনও কারণ নেই, সুস্থ আছেন তিনি।
