আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। দীর্ঘ নয় মাসের অপেক্ষা শেষে ঘরে ফিরছেন সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। সুনীতাকে আবেগঘন চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১ মার্চ লেখা সেই চিঠি মঙ্গলবার এক্স হ্যান্ডলে শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং। 

মার্চের শুরুতে প্রাক্তন মহাকাশচারী মাইক ম্যাসিমিনোর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল প্রধানমন্ত্রীর। দু'জনের আলোচনয়া সুনীতার কথা উঠে আসে। সেই সময় মাইককে একটি চিঠি দেন মোদি। সেখানে লিখেছেন, "আমরা আলোচনা করেছি যে আমরা আপনার এবং আপনার কাজের জন্য কতটা গর্বিত। এই আলাপচারিতার পর, আমি আপনাকে চিঠি লেখা থেকে নিজেকে আটকাতে পারিনি। যদিও আপনি হাজার হাজার মাইল দূরে তবুও আপনি আমাদের হৃদয়ের কাছেই রয়েছেন।''

?ref_src=twsrc%5Etfw">March 18, 2025

তিনি আরও লিখেছেন, আপনার মা বনি পান্ডিয়া, অবশ্যই আপনার ঘরে ফেরার জন্য 'অধীর আগ্রহে' অপেক্ষা করছেন। আমি নিশ্চিত প্রয়াত দীপকভাইয়ের আশীর্বাদ আপনার সঙ্গে রয়েছে সব সময়।'' চিঠিতে প্রধানমন্ত্রী লিখেছেন, ''ফেরার পর ভারতে আপনাকে স্বাগত জানানোর জন্য অধীর অপেক্ষায় রয়েছি।'' চিঠিতে ২০১৬ সালে আমেরিকায় তাঁর সঙ্গে সাক্ষাতের মুহূর্তের কথাও উল্লেখ করেছেন মোদি।

?ref_src=twsrc%5Etfw">June 6, 2016

গত বছর জুন মাসে মাত্র আট দিনের অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)-এ গিয়েছিলেন সুনীতা এবং বুচ। কিন্তু বোয়িং স্টারলাইনারে যান্ত্রিক ত্রুটির কারণে মহাকাশেই আটকে পড়েন দুই মহাকাশচারী। এরপর বেশ কয়েকবার চেষ্টা করেছিল আমেরিকার মহাকাশ সংস্থা নাসা। কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়। অবশেষে ধনকুবের ইলন মাস্কের সংস্থা স্পেসএক্সের মহাকাশযান ড্রাগনে চেপে পৃথিবীতে ফিরছেন সুনীতা-সহ তিন জন মহাকাশচারী। মঙ্গবার ভারতীয় সময় সকাল সাড়ে ১০টা নাগাদ তিনজনকে নিয়ে রওনা দিয়েছে ড্রাগন। দীর্ঘ ১৭ ঘণ্টা যাত্রা করে বুধবার ভারতীয় সময় ভোর সাড়ে তিনটে নাগাদ ফ্লোরিডার গাল্ফ অফ মেক্সিকোয় অবতরণ করবেন সুনীতারা। সেই অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী।