আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে মুলতান টেস্টে দুর্দান্ত শতরান করেছেন পাকিস্তান ব্যাটার আবদুল্লা শফিক। এর আগে তিনটি ইনিংসে খাতা খুলতে পারেননি এই ব্যাটসম্যান। এবার তিনি ফর্মে ফিরলেন। আর তা দেখে পাক টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ যা বলে ফেলেছেন, তা শুনে রীতিমতো ভিড়মি খাচ্ছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
সাংবাদিকরা যখন মাসুদকে প্রশ্ন করেছিলেন শফিকের ফর্ম নিয়ে। তখনই মাসুদ বলেন, ১৯ টেস্ট খেলার পর শফিকের রেকর্ড নাকি বিরাট কোহলির চেয়ে ভাল! তাঁর কথায়, ‘বিরাটের মতো ব্যাটারকে নিয়ে যাবতীয় শ্রদ্ধা রেখেই বলছি, জানি ২০২৪ সালে টেস্টে পাকিস্তানের রেকর্ড মোটেই ভাল নয়। বিষয়টি অন্যভাবে ভাবার চেষ্টা করুন। আপনারা পরিসংখ্যানের কথা বলেন। একটা পরিসংখ্যান আমি দেখছিলাম, যেখানে দেখা যাচ্ছে ১৯ টেস্টের পর শফিকের রেকর্ড বিরাট কোহলির চেয়ে ভাল।’
এবার বিরাটের পরিসংখ্যান দেখে নিন। এখনও অবধি ১১৫ টেস্টে ১৯৫ ইনিংসে বিরাট করেছেন ৮৯৪৭ রান। রয়েছে ২৯ শতরান। তার মধ্যে আবার সাতটি দ্বিশতরান। আর একদিনে ২৯৫ ম্যাচে ২৮৩ ইনিংসে বিরাট করেছেন ১৩৯০৬ রান। রয়েছে ৫০ শতরান। আর টি২০ আন্তর্জাতিকে ১২৫ ম্যাচে ১১৭ ইনিংসে বিরাট করেছেন ৪১৮৮ রান। একটি শতরানও রয়েছে। আর আইপিএলে ২৪৪ ইনিংসে করেছেন ৮০০৪ রান।
