আজকাল ওয়েবডেস্ক: অবিবাহিত যুগলদের হোটেলে ঘর দেওয়ার নিয়মে বদল এনেছে ওয়ো। নতুন বছরে একটি নির্দেশ জারি করে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, অবিবাহিত প্রেমিক-প্রেমিকদের হোটেলে ঘর পেতে হলে 'সম্পর্কের সার্টিফিকেট' দাখিল করতে হবে। এর আগে বৈধ পরিচয়পত্রের প্রমাণ দেখালেই ঘর পাওয়া যেত।
উত্তরপ্রদেশের মিরাঠে নির্দেশিকা প্রথম জারি করেছিল ওয়ো। কিন্তু কোথায় পাওয়া যাবে এই 'সম্পর্কের সার্টিফিকেট'। আসলে এ রকম কোনও শংসাপত্র হয়ই না। ভারতীয় আইনে এই ধরণের কোনও শংসাপত্রের কথা বলা নেই। বিবাহিত দম্পতিরা বিয়ের শংসাপত্র দাখিল করে হোটেলে ঘর বুক করতে পারবেন। তাঁরা 'সম্পর্কের সার্টিফিকেট' হিসাবে বিয়ের শংসাপত্র দেখাতে পারবেন। কিন্তু অবিবাহিতদের জন্য সেই সুবিধা নেই। কোথাও সে রকম কোনও শংসাপত্র তৈরিও হয় না।
২০১৩ সালে ওয়ো প্রতিষ্ঠা করেন রীতেশ আগরওয়াল। কয়েক বছরের মধ্যেই সাফল্য পায় তাঁর সংস্থা। এর অন্যতম কারণ, অবিবাহিত যুগলদের হোটেলে থাকার ছাড়পত্র। প্রতিযোগীদের তুলনায় সস্তায় হোটেলের ঘর ভাড়া দিয়ে থাকে ওয়ো। এর ফলে অনেকের কাছেই বেশ পছন্দের। এ বছরের শুরুতে মিরঠে হোটেল বুক করার ক্ষেত্রে এই নিয়ম জারি করেছিল ওয়ো। সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, নাগরিক সমাজের বিভিন্ন প্রতিক্রিয়ার প্রেক্ষিতে এমন সিদ্ধান্ত। বিশেষত, মিরাঠ থেকে এমন আবেদন অনেক এসেছে। সকলেই চাইছিলেন অবিবাহিত যুগলদের হোটেলে থাকার বিষয়ে নিষেধাজ্ঞা আনা হোক। এমন সমস্ত আবেদন খতিয়ে দেখার পরে নতুন সিদ্ধান্ত নিয়েছে ওয়ো।
