নিজস্ব সংবাদদাতা: কালার্স বাংলার 'তুমি যে আমার মা' ধারাবাহিকের পর স্টার জলসার 'তেঁতুলপাতা'য় নতুন চরিত্রে অভিনেত্রী ঐন্দ্রিলা সাহা। কয়েক মাসের বিরতি নিয়ে নতুন কাজে ফিরতে চলেছেন তিনি। নতুন ধারাবাহিকে কোন চরিত্রে দেখা যাবে ঐন্দ্রিলাকে?
বহুদিন পর কমেডির মোড়কে পারিবারিক গল্প বলতে আসছে 'তেঁতুলপাতা'। ধারাবাহিকে জুটি হিসেবে প্রথমবার দেখা যেতে চলেছে গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতব্রতা দেকে। সূত্রের খবর, নায়কের বোন অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়ের বোনের চরিত্রে অভিনয় করবেন ঐন্দ্রিলা। 'মিঠাই' ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রের পর আবার এই ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে। 'মিঠাই' ধারাবাহিকে যেমন মিষ্টি হাসি খুশি বোনের চরিত্রে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে, এই ধারাবাহিকেও ঠিক তেমন চরিত্র কিনা, তা এখনও জানা যায়নি। ধারাবাহিকের গল্প অনুযায়ী এই বাড়ির নাম 'তেঁতুলপাতা'। যেখানে সদস্য সংখ্যা বেশি হলেও আনন্দে ভালবাসায় একসঙ্গে দিন কাটিয়ে দেন সকলে। এই 'তেঁতুলপাতা' বাড়ির কন্যা ঐন্দ্রিলা।
প্রথম প্রোমোতে গৌরব চট্টোপাধ্যায় কে দেখা গেছে খুব মুখচোরা চরিত্রে। অন্যদিকে ঋতব্রতা ঠিক ততটাই মনখোলা হাসি খুশি একটি মেয়ে। দুই বিপরীত মেরুর মানুষের মিল হবে কীকরে? এই গল্পই উঠে আসবে ধারাবাহিকে।
বহুদিন পর কমেডির মোড়কে পারিবারিক গল্প বলতে আসছে 'তেঁতুলপাতা'। ধারাবাহিকে জুটি হিসেবে প্রথমবার দেখা যেতে চলেছে গৌরব চট্টোপাধ্যায় এবং ঋতব্রতা দেকে। সূত্রের খবর, নায়কের বোন অর্থাৎ গৌরব চট্টোপাধ্যায়ের বোনের চরিত্রে অভিনয় করবেন ঐন্দ্রিলা। 'মিঠাই' ধারাবাহিকে নায়কের বোনের চরিত্রের পর আবার এই ধারাবাহিকে দেখা যেতে চলেছে তাঁকে। 'মিঠাই' ধারাবাহিকে যেমন মিষ্টি হাসি খুশি বোনের চরিত্রে দেখা গিয়েছিল ঐন্দ্রিলাকে, এই ধারাবাহিকেও ঠিক তেমন চরিত্র কিনা, তা এখনও জানা যায়নি। ধারাবাহিকের গল্প অনুযায়ী এই বাড়ির নাম 'তেঁতুলপাতা'। যেখানে সদস্য সংখ্যা বেশি হলেও আনন্দে ভালবাসায় একসঙ্গে দিন কাটিয়ে দেন সকলে। এই 'তেঁতুলপাতা' বাড়ির কন্যা ঐন্দ্রিলা।
প্রথম প্রোমোতে গৌরব চট্টোপাধ্যায় কে দেখা গেছে খুব মুখচোরা চরিত্রে। অন্যদিকে ঋতব্রতা ঠিক ততটাই মনখোলা হাসি খুশি একটি মেয়ে। দুই বিপরীত মেরুর মানুষের মিল হবে কীকরে? এই গল্পই উঠে আসবে ধারাবাহিকে।
