নিজস্ব সংবাদদাতা: জি বাংলার নতুন ধারাবাহিকে প্রথমবার জুটি বাঁধছেন নীল ভট্টাচার্য এবং স্বীকৃতি মজুমদার। এন আইডিয়াস প্রযোজনা সংস্থার নতুন ধারাবাহিকে এই জুটিকে দেখতে চলেছেন দর্শক। সূত্রের খবর, জুলাই কিংবা আগস্ট মাসের প্রথমদিকে সম্প্রচার শুরু হবে এই ধারাবাহিকের।
'কৃষ্ণকলি' ধারাবাহিকের পর আবারও জি বাংলার পর্দায় ফিরছেন নীল। স্টার জলসার 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকের পর ছোটপর্দা থেকে থেকে বেশ কিছুদিনের বিরতি নেন তিনি। এরমধ্যে বড়পর্দায় এবং ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেতা। অবশেষে পছন্দমত চরিত্র পেয়ে আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি।
অন্যদিকে কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার 'আলোর কোলে' ধারাবাহিক। যেখানে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বীকৃতি মজুমদার। সূত্রের খবর, প্রেম ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করেই এগোবে এই ধারাবাহিকের গল্প। ইতিমধ্যেই লুক টেস্ট হয়ে গিয়েছে চরিত্রেদের।
সম্প্রতি শুরু হয়েছে জি বাংলায় 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ও 'পুবের ময়না'। শুরু হতে চলেছে আরও একটি ধারাবাহিক মালা বদল। এর মাঝেই নতুন ধারাবাহিকের খবরে উৎসুক দর্শক।
'কৃষ্ণকলি' ধারাবাহিকের পর আবারও জি বাংলার পর্দায় ফিরছেন নীল। স্টার জলসার 'বাংলা মিডিয়াম' ধারাবাহিকের পর ছোটপর্দা থেকে থেকে বেশ কিছুদিনের বিরতি নেন তিনি। এরমধ্যে বড়পর্দায় এবং ওয়েব সিরিজে কাজ করেছেন অভিনেতা। অবশেষে পছন্দমত চরিত্র পেয়ে আবারও ছোটপর্দায় ফিরছেন তিনি।
অন্যদিকে কিছুদিন আগেই শেষ হয়েছে জি বাংলার 'আলোর কোলে' ধারাবাহিক। যেখানে অন্যতম মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বীকৃতি মজুমদার। সূত্রের খবর, প্রেম ও পারিবারিক সম্পর্ককে কেন্দ্র করেই এগোবে এই ধারাবাহিকের গল্প। ইতিমধ্যেই লুক টেস্ট হয়ে গিয়েছে চরিত্রেদের।
সম্প্রতি শুরু হয়েছে জি বাংলায় 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ও 'পুবের ময়না'। শুরু হতে চলেছে আরও একটি ধারাবাহিক মালা বদল। এর মাঝেই নতুন ধারাবাহিকের খবরে উৎসুক দর্শক।
