আজকাল ওয়েবডেস্ক:‌ মোহনবাগান সুপার জায়ান্টসে সই করলেন ধীরজ সিং। অনূর্ধ্ব ১৭ যুব বিশ্বকাপে খেলেছিলেন এই গোলকিপার। গত দুই মরশুম ধরে বাগানের তেকাঠি সামলেছেন বিশাল কাইল। কিন্তু তাঁর পরিবর্ত হিসেবে নামী কেউ ছিলেন না। কিন্তু এবার ধীরজকে সই করানো হল।



দেশের মাটিতে অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে নজর কেড়েছিলেন ধীরজ। তারপর তিনি আই লিগে খেলেছিলেন ইন্ডিয়ান অ্যারোজের হয়ে। আইএসএলে এফসি গোয়া এবং কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছেন। গত তিন মরশুম গোয়াতে ছিলেন ধীরজ। খেলেছেন ৫৩টি ম্যাচ। 



যদিও ধীরজ অতীতে মোহনবাগানে খেলেছেন। কিন্তু পর্যাপ্ত সুযোগ না পেয়ে বাগান ছাড়েন। ফের আগামী মরশুমে সবুজ মেরুন জার্সি পড়বেন ধীরজ।