আজকাল ওয়েবডেস্ক: ১,১০০ কেজির নিষিদ্ধ ‘মিয়াও মিয়াও’ মাদক বাজেয়াপ্ত করল পুণে পুলিশ। দু’দিন ধরে দিল্লি ও পুণেতে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে। যার বাজারদর প্রায় ২,৫০০ কোটি টাকা।
মেফেড্রোন বা ‘মিয়াও মিয়াও’ মাদক প্রথম উদ্ধার হয় মুম্বই থেকে। এরপর ৭০০ কেজি এই নিষিদ্ধ মাদক সহ পুণেতে তিন পাচারকারীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর দিল্লির হজ খাস এলাকা থেকে আরও ৪০০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। এরপর পুণের কুরকুম্ভ এমআইডিসি এলাকা থেকে ফের উদ্ধার হয় নিষিদ্ধ এই মাদক। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারকারীদের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আপাতত জিজ্ঞাসাবাদ করছে ধৃতদের।
মেফেড্রোন বা ‘মিয়াও মিয়াও’ মাদক প্রথম উদ্ধার হয় মুম্বই থেকে। এরপর ৭০০ কেজি এই নিষিদ্ধ মাদক সহ পুণেতে তিন পাচারকারীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এরপর দিল্লির হজ খাস এলাকা থেকে আরও ৪০০ কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার হয়। এরপর পুণের কুরকুম্ভ এমআইডিসি এলাকা থেকে ফের উদ্ধার হয় নিষিদ্ধ এই মাদক। ধৃতদের সঙ্গে আন্তর্জাতিক মাদক পাচারকারীদের যোগাযোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আপাতত জিজ্ঞাসাবাদ করছে ধৃতদের।
