আজকাল ওয়েবডেস্ক:‌ আগুনে পুড়ে ছাই হয়ে গেল গুদাম। শুক্রবার গভীর রাতে মুম্বই থেকে ৪০ কিলোমিটার দূরে ভিওয়ান্ডি তালুকায় অবস্থিত ভি লজিস্টিক্স এর গুদামে আগুন লেগে যায়। শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে প্রাথমিক অনুমান। গুদামে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। একটাসময় গুদাম দাউদাউ করে জ্বলতে থাকে। কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা। 


স্থানীয়রা খবর দেন দমকলে। ভিওয়ান্ডি, কল্যাণ, ঠাণে থেকে অন্তত ছ’‌টি দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে। আগুন নিয়ন্ত্রণে আনতে বহু সময় লেগে যায়। তবে হতাহতের ঘটনা ঘটেনি। তবে ক্ষতি হয়েছে প্রচুর। জানা গেছে গুদামে, তেল, কাপড়, প্ল্যাস্টিকের জিনিস ছাড়াও রাসায়নিক দ্রব্য ছিল। সব নষ্ট হয়ে গেছে। শনিবার সকালে দেখা যায়, শুধুমাত্র গুদামের কাঠামো অবশিষ্ট রয়েছে। শনিবার সকালেও ঘটনাস্থল থেকে ধোয়া বেরোচ্ছে। 
মুম্বই–নাসিক হাইওয়ের উপর অবস্থিত এই গুদামটি ছিল দীর্ঘ পুরনো।