নিজস্ব সংবাদদাতা: বিয়ের দু'মাসের মধ্যেই অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর জীবনে চরম দুঃসংবাদ। মাকে হারালেন কৌশাম্বী। হঠাৎ করে এভাবে মায়ের মৃত্যু মেনে নিতে পারছেন না অভিনেত্রী, সোশ্যাল মিডিয়ায় কৌশাম্বী নিজেই জানালেন এই দুঃসংবাদ।
৯ মে জীবনের নতুন অধ্যায় শুরু করেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তী। বিয়ের দিন হবু জামাই আদৃতকে বরণ করে, হাত ধরে বিয়ে বাড়িতে প্রবেশ করেন কৌশাম্বীর মা। কিছুদিন আগে গোয়ায় হানিমুন সেরে এসে আবার কাজে ফেরেন কৌশাম্বী। তবে এই সুখ যেন সইলো না তাঁর। সোশ্যাল মিডিয়ায় মায়ের একটি ছবি পোস্ট করে কৌশাম্বী লিখেছেন, "ও মা চলে গেলে আমাদের ছেড়ে? আমি কী করবো মা এবার? কে বুঝবে এবার তোমার মত করে আমায়? কার কাছে সব আবদার করব, কার কাছে গল্প করবো গো? কার সঙ্গে ঝগড়া করব? সব করেছ সবার জন্য নিজের জন্য কখনও ভাবোনি। এইবার রিটায়ারমেন্টের পরে তো কত প্ল্যান আছে বললে, টিউশন করাবে, আবৃত্তি শেখাবে, চুলে কালার করাবে মাসে মাসে। কই কিছু তো করলেও না, কাউকে সময় দিলে না একটুও। তবে যেখানে থাকো ভাল থাকো আর যা যা ইচ্ছে আছে সব পূরণ করো। আমরা সবাই তোমাকে খুব মিস করব। সব সময় মনে রেখো তুমি আমাদের সঙ্গেই আছো। তোমায় ভালোবাসি মাম্মা, তুমি সত্যিকারের যোদ্ধা।"
সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীকে শান্তনা দিয়ে তাঁর মায়ের আত্মার শান্তি কামনা করেছেন অনুরাগীরাও।
