আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার পর টেস্টে অধিনায়ক কে হবেন? সামনেই ইংল্যান্ড সিরিজ। ২০ জুন থেকে হেডিংলিতে শুরু হবে সিরিজ। শীঘ্রই হবে দল নির্বাচন। কিন্তু অধিনায়ক কে হবেন?
 
 একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, জসপ্রীত বুমরা নাকি অধিনায়ক হতে ইচ্ছুক নন। তিনি বোর্ডকে তা জানিয়েও দিয়েছেন। তালিকায় রয়েছেন শুভমান গিল, ঋষভ পন্থ ও কিছুটা লোকেশ রাহুল। তবে বুমরা না হলে পাল্লা একটু ভারী গিলের দিকে।
 
 স্কাই স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় নির্বাচকরা নাকি গিল ও পন্থের সঙ্গে টেস্ট অধিনায়কত্ব নিয়ে কথা বলেছেন। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নাকি এখনও নেওয়া হয়নি। শোনা যাচ্ছে, চলতি সপ্তাহেই ঘোষণা হতে পারে টেস্ট দল। তাই হাতে সময় একদমই নেই নির্বাচকদের। দ্রুত নিতে হবে সিদ্ধান্ত।
 
 ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে নির্বাচকরা নাকি গিল ও পন্থকে চূড়ান্ত বাছাই তালিকায় রেখেছেন। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই বুমরা হতে চাইছেন না অধিনায়ক। 
 
 আবার নির্বাচকদের একাংশ গিলের ধারাবাহিকতা ও প্রথম একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তার কথা মাথায় রাখছেন। সেক্ষেত্রে গিলকে সহ অধিনায়ক করা হতে পারে। 
