আজকাল ওয়েবডেস্ক:‌ ঝাড়খণ্ডে গণধর্ষিতা স্পেনীয় মহিলার স্বামীর হাতে ক্ষতিপূরণ বাবদ ১০ লক্ষ টাকা তুলে দিল পুলিশ। এদিকে দ্রুত দোষীদের গ্রেপ্তার করতে চাইছে ঝাড়খণ্ড পুলিশ। সাত অভিযুক্তের তিন জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। 
প্রসঙ্গত, স্বামীর সঙ্গে গত বৃহস্পতিবার ঝাড়খণ্ড ঘুরতে এসেছিলেন ওই মহিলা। তার পরের দিন দু’জনে দু’টি বাইক নিয়ে দুমকার বিভিন্ন জায়গায় ঘুরতে বেরিয়েছিলেন। সারাদিন ঘোরাঘুরির পর হাঁসডিহা থানার কুরমাহাট এলাকায় রাস্তার ধারে বসে বিশ্রাম নিচ্ছিলেন স্বামী–স্ত্রী। তখন রাত প্রায় দশটা। স্পেনীয় মহিলার স্বামীর দাবি অনুযায়ী, তাঁরা দু’জনে যখন রাস্তার ধারে একটি নির্জন জায়গায় তাঁবু খাটিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, তখন অন্তত সাত জন যুবক বাইকে চেপে সেখানে আসেন। তাঁদের দু’জনকে হঠাৎ মারধর করতে শুরু করেন যুবকরা। এরপর মহিলাকে জোর করে তুলে নিয়ে যায় যুবকরা। মহিলার স্বামী বাধা দিতে গেলে তাঁকে মারধর করা হয়। মহিলাকে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ খবর পেয়ে কুরমাহাট থেকে কয়েক কিলোমিটার দূরে রাস্তা থেকে মহিলাকে উদ্ধার করে। এরপর স্বামী ও স্ত্রী দু’‌জনকেই হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের বিছানায় গোটা ঘটনার কথা শেয়ার করেন ওই মহিলা। অবশেষে ওই মহিলার স্বামীর হাতে ক্ষতিপূরণ বাবদ ১০ লাখ টাকা তুলে দিল জেলা প্রশাসন।