নিজস্ব সংবাদদাতা: দুই বাংলার প্রিয়তমা এখন অভিনেত্রী ইধিকা পাল। এই বছরের জন্মদিন ইধিকা কাটালেন একটু বিশেষভাবে। জন্মদিনে সহ অভিনেতা সুপারস্টার দেবের দেখানো পথে হাঁটলেন অভিনেত্রী।
ছোটপর্দা ও বড়পর্দার দু'ক্ষেত্রেই দর্শক দেখেছেন তাঁকে। যদিও এখন ছোটপর্দা থেকে বিরতি নিয়ে বড়পর্দায় একের পর এক কাজ করছেন ইধিকা। তবে এই ব্যস্ততার মাঝে নিজের জন্মদিনটা কাটালেন নিজের মতো করে। জন্মদিনে গাছ লাগিয়ে উদ্ যাপন করলেন ইধিকা। কিছুদিন আগে সাংসদ অভিনেতা দেব কথা দিয়েছিলেন ঘাটালে তিনি যত সংখ্যার ভোট পাবেন সেই সংখ্যায় গাছ লাগাবেন। তবে পরে দেব জানান, সব মিলিয়ে নিজের কেন্দ্রে যে কটা ভোট পড়েছে, সেই সংখ্যার গাছ তিনি লাগাবেন। দেবের পরবর্তী ছবি 'খাদান'-এর নায়িকা ইধিকাও হাঁটলেন সেই পথেই, নিজের জন্মদিনে গাছ লাগানোর পাশাপাশি দুঃস্থ বাচ্চাদের সঙ্গে কেক কেটে, তাদেরকে উপহার দিয়ে জন্মদিন কাটালেন।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখলেন, 'আমার মত করে জন্মদিন পালন'। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় প্রথম কাজ ইধিকার। বাংলাদেশেই কথা চলছে আরও কয়েকটি ছবির।
এর মাঝে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের আগামী ছবি 'খাদান'-এ দেবের বিপরীতে অভিনয় করার পাশাপাশি সোহম চক্রবর্তীর সঙ্গেও একটি ছবির শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী।
ছোটপর্দা ও বড়পর্দার দু'ক্ষেত্রেই দর্শক দেখেছেন তাঁকে। যদিও এখন ছোটপর্দা থেকে বিরতি নিয়ে বড়পর্দায় একের পর এক কাজ করছেন ইধিকা। তবে এই ব্যস্ততার মাঝে নিজের জন্মদিনটা কাটালেন নিজের মতো করে। জন্মদিনে গাছ লাগিয়ে উদ্ যাপন করলেন ইধিকা। কিছুদিন আগে সাংসদ অভিনেতা দেব কথা দিয়েছিলেন ঘাটালে তিনি যত সংখ্যার ভোট পাবেন সেই সংখ্যায় গাছ লাগাবেন। তবে পরে দেব জানান, সব মিলিয়ে নিজের কেন্দ্রে যে কটা ভোট পড়েছে, সেই সংখ্যার গাছ তিনি লাগাবেন। দেবের পরবর্তী ছবি 'খাদান'-এর নায়িকা ইধিকাও হাঁটলেন সেই পথেই, নিজের জন্মদিনে গাছ লাগানোর পাশাপাশি দুঃস্থ বাচ্চাদের সঙ্গে কেক কেটে, তাদেরকে উপহার দিয়ে জন্মদিন কাটালেন।
সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লিখলেন, 'আমার মত করে জন্মদিন পালন'। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় প্রথম কাজ ইধিকার। বাংলাদেশেই কথা চলছে আরও কয়েকটি ছবির।
এর মাঝে দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের আগামী ছবি 'খাদান'-এ দেবের বিপরীতে অভিনয় করার পাশাপাশি সোহম চক্রবর্তীর সঙ্গেও একটি ছবির শুটিং সেরে ফেলেছেন অভিনেত্রী।
