আজকাল ওয়েবডেস্ক: খেলার মাঠের পারফরম্যান্সের জন্য জয় নয়, ভারতের জয়ের পিছনে অন্য গন্ধ পেল পাক মিডিয়ার একটা অংশ। 'ডিসকভার পাকিস্তান'-এ হওয়া একটি অনুষ্ঠানে যে বিশেষজ্ঞরা ছিলেন তাঁদের দাবি, কালাজাদু এবং তুকতাক করে ম্যাচটা জিতেছে ভারত। 

বিরাট কোহলির সেঞ্চুরি, ভারতীয় বোলারদের দুর্দান্ত বোলিংও গুরুত্ব পেল না। উলটে অন্য তত্ত্বের দ্বারস্থ হল পাকিস্তানের সংবাদমাধ্যম। অনুষ্ঠানটির একজন বিশেষজ্ঞ দাবি করেছেন, ''ভারত ২২ জন পণ্ডিতকে মাঠে নামিয়ে দিয়েছিল। প্রতি খেলোয়াড়ের জন্য দু'জন করে। ওঁনারা যত কালাজাদু করছিলেন, পাকিস্তানের খেলোয়াড়দের মনসংযোগে তত ব্যাঘাত ঘটছিল।'' তাঁর আরও দাবি, ''এই জন্যই ভারত পাকিস্তানে আসতে চায়নি। কারণ তারা জানত পণ্ডিতরা পাকিস্তানে আসতে পারবেন না।''

অন্য একজন বিশেষজ্ঞ দাবি করেন, ''ভারত আচমকা ভাল খেলতে শুরু করেছে। এটা কী করে সম্ভব। এ সব না করলে এত ভাল খেলা সম্ভব নয়।'' অপর বিশেষজ্ঞ দাবি করেছেন, ''ভারতের এই কৌশলের মোকাবিলা করতে পাকিস্তানেরও উচিৎ ভগবানের সাহায্য নেওয়া।''

আলোচনায় ক্রমে উঠে আসে ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনাল প্রসঙ্গ। একজন দাবি করেন, ''সেই সময়ও ভারত ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে তুকতাক করতে সাত জন পণ্ডিতকে পাঠিয়েছিল।

?ref_src=twsrc%5Etfw">February 24, 2025

পাক মিডিয়ার এই হাস্যকর আলোচনার ভিডিও ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভারতীয়দের অধিকাংশই বিষয়টি নিয়ে মজাদার মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ''পাকিস্তানের লোক জন যে অশিক্ষিত, ছত্রে ছত্রে তার প্রমাণ মেলে। মুখ খুললেই আজগুবি গল্প বলে।'' অন্য একজন লিখেছেন, ''হারের দুঃখ মেনে নিতে না পেরে মনে হয় এরা পাগল হয়ে গিয়েছে।''

গত ২৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের খেলায় পাকিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে ভারত। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে রোহিতদের সামনে ২৪২ রানের লক্ষ্য রাখেন বাবর আজমরা। মাত্র চার উইকেট হারিয়ে সেই লক্ষ্যে পৌঁছে যান রোহিতরা। রান তাড়া করতে গিয়ে ১১১ বলে ১০০ করেন বিরাট কোহলি। নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছিল পাকিস্তান। এরপর ভারতের কাছে হারের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে আয়োজককারী দেশকে।