আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার জমি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। তিনি ইস্তফাও দিয়েছেন মুখ্যমন্ত্রী পদে। এদিকে, বৃহস্পতিবারই গ্রেপ্তারির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন সোরেন। আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সহ তিন বিচারপতির বেঞ্চে মামলার শুনানি হবে।
প্রসঙ্গত, বুধবার সাত ঘণ্টা ইডি জেরা করে হেমন্তকে। এরপরই তিনি ইস্তফা দেন। গ্রেপ্তার করা হয় তাঁকে। সংবাদ সংস্থা এ এন আই সূত্রে খবর, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। এদিকে, আপাতত ইডি হেফাজতে রয়েছেন হেমন্ত সোরেন। তার মধ্যেই এবার গ্রেপ্তারির বিরুদ্ধে শীর্ষ আদালতে গেলেন সোরেন। বৃহস্পতিবার আইনজীবী কপিল সিবল ও অভিষেক সিংভি সোরেনের হয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানান।