আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম করে বসেছিল বিয়ের আসর। কিন্তু মাঝখানেই কাটল তাল। বরযাত্রীদের খাবার পরিবেশনে দেরি করেছেন কনের বাড়ির লোক। সেই রাগে বিয়ের আসর ছেড়েই চলে গেলেন বর। উত্তরপ্রদেশের চান্দৌলি জেলার হামিদপুর গ্রামে এক বিয়ের আসর ভন্ডুল হয়ে গেল এই সামান্য কারণে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সাত মাস আগে মেহতাব নামের এক যুবকের সঙ্গে বিয়ে ঠিক হয় হামিদপুর গ্রামের তরুণীর। গত ২২ ডিসেম্বর বসেছিল সেই বিয়ের আসর। বর নিয়ে কনের বাড়িতে নাচতে নাচতে পৌঁছে গিয়েছিলেন বরযাত্রীরা। খানিক পরেই শুরু হয় হট্টগোল। কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, কনেপক্ষ বরযাত্রীদের রুটি পরিবেশনে দেরি করেছে। রাগের বশে ছাদনাতলা ছেড়েই চলে যান বর। কন্যা পরে খবর পান যে ওই যুবক তাঁরই এক আত্মীয়কে বিয়ে করেছেন।
এর পরেই পুলিশের দ্বারস্থ হন তরুণী। প্রথমে স্থানীয় পুলিশকে অভিযোগ জানান। কিন্তু তাতেও কাজ না হওয়ায় ২৪ ডিসেম্বর পুলিশ সুপারের কাছে অভিযোগ জানান। কনের পরিবার ৭ লক্ষ টাকার আর্থিক ক্ষতির দাবি করেছে, যার মধ্যে বরের বাড়িতে পাঠানো যৌতুকের দেড় লক্ষ টাকাও রয়েছে। পুলিশের কাছে ওই কনে আবেদন জানিয়েছেন, বরপক্ষের পাঁচ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করতে।
কনের ভাই রাজু জানিয়েছেন, পুলিশ সুপারের আশ্বস্ত সত্ত্বেও ছেলের বাড়ির তরফ থেকে এখনও যোগাযোগ করা হয়নি। স্থানীয় পুলিশের সমালোচনা করে তিনি জানান, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নির্দেশ দিয়েছেন মহিলা সাহায্যে পুলিশ প্রশাসনকে আরও তৎপর হতে। কিন্তু পুলিশ এখনও নিষ্ক্রিয়।
