নিজস্ব সংবাদদাতা: ৬ বছর পর নতুন সংসার ভাস্বর চট্টোপাধ্যায় এবং রূপসা চক্রবর্তীর। কিন্তু নতুন সংসারে জটিল সমস্যার মুখে এই দম্পতি। এই নতুন পরিবার নিয়ে প্রথমবার কথা বললেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়।
রূপসা চক্রবর্তীর সঙ্গে ভাস্বর চট্টোপাধ্যায়ের নতুন সংসার, সেখানেও আবার সমস্যা ব্যাপারটা কী? জানতে আজকাল ডট ইন-এর পক্ষ থেকে ভাস্বর চট্টোপাধ্যায়-এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "আমাদের সহ অভিনেতা অসীম মুখার্জীর পরিচালনায় প্রথমবার 'খিল' নামক একটি ছোট ছবিতে কাজ করলাম। 'গীতা এলএলবি', 'যোগমায়া'-তে আমাদের সঙ্গেই অভিনয় করছেন অসীমদা, এর আগে একাধিক ছোট ছবি করেছেন তিনি। এই গল্পটা শুনেছিলাম আগেই, কিন্তু সময়ের অভাবে আর হয়ে উঠছিল না, অবশেষে একটা দিন সবাই মিলে সময় দিয়ে কাজটা হয়ে গেল। সবচেয়ে বড় কথা বহু বছর পর রুপসার সঙ্গে আমার কাজ। ২০১৩ সালে রুপসার প্রথম ধারাবাহিক 'কাছে আয় সই' তে আমি অভিনয় করেছিলাম এরপর ২০১৭ সালে 'পূজারিণী' ধারাবাহিকে অভিনয়ের এতদিন পর আবার এক সঙ্গে কাজ। দুটোই স্নেহাশীদার ধারাবাহিক ছিল। এই ছোট ছবিতে আমরা আবারও স্বামী-স্ত্রী। তবে আমাদের মধ্যে সম্পর্ক কেমন তা একেবারেই বলা যাবে না। কারণ সেখানেই লুকিয়ে রয়েছে রহস্য। তবে এটুকু বলতে পারি দারুন ইন্টারেস্টিং একটা গল্প।"
প্রায় ২২-২৫ মিনিটের এই ছোট ছবিটি দেখা যাবে অভিনেতা অরুনাভ দত্তের একটি ইউটিউব চ্যানেলে। যেকোনও ধরনের স্বাধীন কাজ হোক বা অনুষ্ঠানে সব সময় এগিয়ে এসেছেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। এখন অভিনয়ের পাশাপাশি বই লেখার কারণে ব্যস্ততা আরও বেড়েছে তাঁর।
