আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তান, ভারত ঘোষণা করে দিয়েছে। এবার এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। তিন বছর পর দলে ফিরেছেন উইকেটকিপার কাজি নুরুল হাসান সোহন। দল থেকে বাদ দেওয়া হয়েছে মেহেদি হাসান মিরাজকে। তিনি স্ট্যান্ডবাইয়ের তালিকায় রয়েছেন। এশিয়া কাপে গ্রুপ বি–তে রয়েছে বাংলাদেশ। তাদের সঙ্গে রয়েছে আফগানিস্তান, হংকং এবং শ্রীলঙ্কা।
২০২২–এর টি–টোয়েন্টি বিশ্বকাপের পর আর দেশের হয়ে খেলেননি নুরুল। দলে বিকল্প উইকেটকিপারের সন্ধানেই তাঁকে নেওয়া হয়েছে। এ ছাড়াইও সাইফ হাসানকে ফেরানো হয়েছে। ২০২১ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি–টোয়েন্টিতে অভিষেক হয়েছিল সাইফের। দেশের হয়ে পাঁচটা ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে শেষ বার বাংলাদেশের হয়ে খেলেছেন।
সম্প্রতি শ্রীলঙ্কার বিরুদ্ধে লিটনের নেতৃত্বে প্রথম বার টি–টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তার পর পাকিস্তানকেও ঘরের মাঠে হারিয়েছে। এশিয়া কাপেও সেই ছন্দই বজায় রাখতে চাইবে তারা।
এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেখানেও ১৬ জনের এই দলই খেলবে। মেহেদির স্ত্রী সন্তানসম্ভবা। তাঁর পাশে থাকার জন্য নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি নিয়েছেন মেহেদি। এশিয়া কাপের দলেও জায়গা পেলেন না।
প্রসঙ্গত, এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু ১১ সেপ্টেম্বর, হংকংয়ের বিপক্ষে। এর পর তারা খেলবে শ্রীলঙ্কা (১৩ সেপ্টেম্বর) এবং আফগানিস্তানের (১৬ সেপ্টেম্বর) বিরুদ্ধে।
এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তৌহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, সরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মহম্মদ সইফুদ্দিন।
এদিকে, এশিয়া কাপে নতুন ভূমিকায় দেখা যেতে পারে সঞ্জু স্যামসনকে। তেমনই প্রস্তুতি নিচ্ছেন উইকেটকিপার ব্যাটার। এক বছর পর শুভমান গিল টি–২০ দলে ফেরায়, ইনিংস ওপেন করার সম্ভাবনা নেই সঞ্জুর। তবে দলে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন তিনি। দুবাই এবং আবু ধাবিতে ব্যাটিং পজিশন বদলাতে পারে তাঁর। নতুন ভূমিকায় সঙ্গে মানিয়ে নেওয়ার ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন তারকা ক্রিকেটার। বৃহস্পতিবার কেরল ক্রিকেট লিগে কোচি ব্লু টাইগার্সের হয়ে ওপেন করার কথা ছিল সঞ্জুর। কিন্তু মিডল অর্ডারে ব্যাট করার ইচ্ছাপ্রকাশ করেন। পাঁচ নম্বরে নামেন। যদিও আদানি ত্রিভানদ্রাম রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করার সুযোগ পাননি। কিন্তু তাঁর সিদ্ধান্ত বলে দিচ্ছে, নতুন ভূমিকায় মানিয়ে নেওয়ার জন্য মানসিকভাবে তৈরি।
এশিয়া কাপে অভিষেক শর্মার সঙ্গে শুভমান গিলকে ওপেন করতে দেখা যাবে। যার ফলে সঞ্জুকে মিডল অর্ডারে নামতে হবে। এর আগে তিন নম্বরে নেমে সফল হন। কিন্তু ওয়ান ডাউন স্পট তিলক ভার্মার দখলে। যার ফলে পাঁচ বা ছয় নম্বরে নামতে হতে পারে সঞ্জুকে। শুভমান গিলের ওপেন করার বিষয়ে সায় রয়েছে প্রাক্তন অধিনায়ক অজিঙ্ক রাহানের। জানান, স্যামসন আত্মবিশ্বাসী এবং নির্ভরযোগ্য প্লেয়ার হলেও, দলে ভারসাম্য রাখতে অন্য কাউকে দিয়ে ওপেন করানো হতে পারে। তিনিও অভিষেকের সঙ্গে শুভমানের ওপেনিং জুটি দেখতে চান। তবে পাশাপাশি স্যামসনের দলে উপকারিতার কথা বলেন।
