নিজস্ব সংবাদদাতা: স্টার জলসার 'হরগৌরী পাইস হোটেল' ধারাবাহিকে আবার নায়ক বদল। ইন্দ্রাশিস রায়ের পরিবর্তে এবার দেখা যেতে চলেছে অভিনেতা অর্ণব বন্দ্যোপাধ্যায়কে। শোনা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন ইন্দ্রাশিস।

নতুন ট্র্যাক শুরু হওয়ার পর শুভস্মিতা মুখোপাধ্যায় এবং ইন্দ্রাশিস রায়কে জুটি হিসেবে দেখেছেন দর্শক। 'গৌরী'র চরিত্রে শুভস্মিতাকে দেখা গেলেও 'রুদ্র'র চরিত্রে আর দেখা যাবে না ইন্দ্রাশিস রায়কে। 'রুদ্র'র চরিত্রে ইতিমধ্যে শুটিং শুরু করলেন অর্ণব বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এর আগে স্টার জলসার 'জল থই থই ভালবাসা' ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে দেখা গেছে ইন্দ্রাশিস এবং অর্ণবকে। 'জল থই থই ভালবাসা' শেষ হওয়ার পরই 'হরগৌরী পাইস হোটেল'- এ 'রুদ্র' চরিত্রে অভিনয় করতে শুরু করেন ইন্দ্রাশিস। অন্যদিকে, স্টার জলসার 'আলতা ফড়িং' ধারাবাহিকে শেষবার মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অর্ণব, এরপর আবার এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে ফিরলেন অভিনেতা। তবে নতুন জুটিকে দর্শক কতটা পছন্দ করেন, এখন সেটাই দেখার।