আজকাল ওয়েবডেস্ক:‌ বিদেশি মদ হল সস্তা!‌ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমেরিকা সফরের মাঝেই বারবন হুইস্কির আমদানি শুল্ক একধাক্কায় ৬৬.৬ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে। 


প্রসঙ্গত, শুক্রবারই আমেরিকা সফর শেষ করে দেশে ফিরেছেন মোদি। আমেরিকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে শুল্ক প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। ট্রাম্প স্পষ্ট করেছেন, ভারতের উপরে সমান হারে শুল্ক বসানো হবে। অর্থাৎ ভারত আমেরিকার উপরে যে হারে শুল্ক বসায়, আমেরিকাও ভারতীয় পণ্যে সেই হারেই শুল্ক বসাবে। 


এদিকে, ট্রাম্পের এই ঘোষণার আগেই মার্কিন বিখ্যাত বারবন হুইস্কির উপরে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হল। আগে যেখানে বারবন হুইস্কিতে ১৫০ শতাংশ শুল্ক চাপানো হত, তা এক ধাক্কায় কমিয়ে ৫০ শতাংশ করা হল। 


১৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের রাজস্ব দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। তাতে বলা হয়েছে, আমেরিকার বারবন হুইস্কির আমদানিতে এবার থেকে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে। আগে শুল্কের পরিমাণ ছিল ১৫০ শতাংশ।


সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিশেষ হুইস্কির উপর প্রাথমিক শুল্ক হবে ৫০ শতাংশ। তার সঙ্গে অতিরিক্ত শুল্ক থাকবে আরও ৫০ শতাংশ। সব মিলিয়ে মোট ১০০ শতাংশ শুল্ক নেওয়া হবে এই হুইস্কির আমদানিতে। তবে আমেরিকা থেকে আমদানিকৃত অন্য কোনও মদের উপর শুল্ক হ্রাস করা হয়নি। 


ভারতে যত বিদেশি মদ আমদানি করা হয়, তার প্রায় এক চতুর্থাংশ বা ২৫ শতাংশই বারবন হুইস্কি। ২০২৩–২৪ সালে ভারত ২.৫ মিলিয়ন ডলারের বারবন হুইস্কি আমদানি করেছিল।