নিজস্ব সংবাদদাতা: সঠিক সময়ে বিরতির প্রয়োজন। তা কাজের ক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত জীবনে বিশেষ কোনও সিদ্ধান্তে। এবার সোশ্যাল মিডিয়া থেকে বিরতি নিয়ে এই কথাই বুঝিয়ে দিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত।

বর্তমানে সোশ্যাল মিডিয়া অভিনেতা-অভিনেত্রীদের জন্য কাজের একটি অংশ হয়ে উঠেছে। সেই সোশ্যাল মিডিয়া থেকেই বিরতি নিলেন স্বস্তিকা। একটি পোস্ট করে এই বার্তা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। ওই পোস্টে তিনি লিখেছেন, "সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছি। কিছুদিন অফলাইন থাকবো। তবে কয়েক দিনের মধ্যেই আবার ফিরে আসবো।"

যদিও সোশ্যাল মিডিয়াকে শুধুমাত্র কাজের ক্ষেত্রেই ব্যবহার করেন স্বস্তিকা। ব্যক্তিগত জীবন ও সোশ্যাল মিডিয়ার এই জীবনকে সব সময়ই আলাদা করে রেখেছেন অভিনেত্রী। কিন্তু বর্তমান সময়ে অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমাজ মাধ্যম। নিজেদের অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ থেকে নিজের কাজ সম্পর্কে সচেতন করা, সোশ্যাল মিডিয়া এক্ষেত্রে অব্যর্থ। তবে ব্যক্তিগত জীবন নিয়েও নানা কথা শুনতে হয় সোশ্যাল মিডিয়ায়। তাই এই সবকিছু থেকেই কিছুদিনের জন্য একটু বিরতি নিচ্ছেন স্বস্তিকা। কাজ এবং পরিবারকেই এবার সময় দিতে চান অভিনেত্রী।

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে স্বস্তিকার একাধিক কাজ। বড় পর্দায় মুক্তি পেয়েছে প্রেমেন্দু বিকাশ চাকি পরিচালিত 'আলাপ'। অন্যদিকে দুটি ওয়েব সিরিজ 'গভীর জলের মাছ' এবং 'বসন্ত এসে গেছে'ও সদ্য মুক্তি পেয়েছে। কয়েকদিনের জন্য ধারাবাহিক থেকে বিরতি নিলেও পরবর্তী সময়ে আবারও ধারাবাহিকে কাজ করার চিন্তাভাবনা করছেন স্বস্তিকা। সোশ্যাল মিডিয়া থেকে বিরতির পর হয়তো নতুন কাজের সুখবর নিয়েই আবার ফিরবেন অভিনেত্রী।