আজকাল ওয়েবডেস্ক: বলের সিমকে সুন্দরভাবে কাজে লাগাতেন। এরকম বোলার ভারতে খুব কমই এসেছে। কিন্তু বিধি বাম। আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িয়ে ক্রিকেট কেরিয়ারটাই শেষ হয়ে যায় শান্তাকুমারণ শ্রীশান্তের। বেশ কয়েক বছর পর নির্বাসন উঠলেও টিম ইন্ডিয়ার জার্সিতে আর ফিরতে পারেননি।
দেশের হয়ে ২৭ টেস্ট, ৫৩টি একদিনের ম্যাচ ও ১০টি টি২০ খেলেছেন শ্রীশান্ত। উইকেট নিয়েছেন যথাক্রমে ৮৭, ৭৫ ও ৭। কোচি, পাঞ্জাব, রাজস্থানের হয়ে আইপিএলও খেলেছেন। সেই শ্রীশান্তই জড়িয়ে পড়েন ২০১৩ সালে ম্যাচ ফিক্সিংয়ে।
কিন্তু জানেন কী শ্রীশান্তের জীবনে এসেছিল একাধিক প্রেম। শ্রীশান্ত বিয়ে করেছেন জয়পুরের রাজকুমীরা ভুবনেশ্বরী কুমারীকে।
কিন্তু বিয়ের আগে অন্তত ছয় জন বলিউড নায়িকার সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন শ্রীশান্ত। ‘ঝলক দিখলা জা’, ‘বিগ বস’ এর মতো অনুষ্ঠানে অংশ নিয়েছেন শ্রীশান্ত।
২০০৮ সালে গুঞ্জন রটেছিল শ্রীয়া সারানের সঙ্গে প্রেম করছেন শ্রীশান্ত। মুম্বইয়ে এক ফ্যাশন শোয়ে দু’জনের আলাপ হয়েছিল। তারপর দু’জনকে একাধিকবার ডিনারে, এমনকী একসঙ্গে বিদেশে ঘুরতে যেতেও দেখা যায়। কিন্তু শ্রীয়া এক বিজ্ঞপ্তিতে জানিয়ে দেন, ‘এরকম কোনও বিষয়ই নেই।’
শোনা যায় বাঙালি অভিনেত্রী রিয়া সেনের সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন শ্রীশান্ত। যুবরাজের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর বলিউডের এক পার্টিতে শ্রীশান্তের সঙ্গে রিয়ার আলাপ হয়েছিল। শ্রীশান্তের খেলা দেখতে একটা সময় নিয়মিত মাঠেও যেতেন রিয়া। সংবাদমাধ্যমের দাবি, এই সম্পর্ক চলেছিল প্রায় এক বছর। এমনকী বিয়ের কথাও রটে গিয়েছিল। কিন্তু ২০১১ সালে একটি টুইটে রিয়া জানান, ‘শ্রীশান্তের সঙ্গে ডেটিং করছি না।’
রিয়ার সঙ্গে ব্রেকআপের পরেই শ্রীশান্তের সঙ্গে শোনা যায় মডেল ও অভিনেত্রী শাজান পদমশির নাম। একটি ম্যাচের পর শ্রীশান্তের সঙ্গে গাড়িতে দেখা গিয়েছিল শাজানকে। কিন্তু শাজান বন্ধু ছাড়া কিছুই ভাবেননি শ্রীশান্তকে। এমনটাই জানিয়েছিলেন মডেল কাম অভিনেত্রী। শ্রীশান্তও জল্পনায় দাঁড়ি টেনে দেন।
এরপর শ্রীশান্তের সঙ্গে জড়িয়েছিল অভিনেত্রী মিনিশা লাম্বার নাম। গুজব, ম্যাকাউতে একটি ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। সূত্রের খবর, দু’জনকে সেখানকার একটি ক্যাসিনোতেও দেখা গিয়েছিল। দু’জনের নাকি চুম্বন করতেও দেখা গিয়েছিল। এক বছর ধরে এই গুজব চলেছিল। তারপর আচমকা থেমে যায়।
দক্ষিণী অভিনেত্রী রাই লক্ষ্মীর সঙ্গেও জড়িয়েছিল শ্রীশান্তের নাম। ২০১৭ সালে ‘জুলি ২’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ওই অভিনেত্রীর। কিন্তু এই সম্পর্কের কথা স্বয়ং অস্বীকার করেছিলেন শ্রীশান্ত।
বলিউড অভিনেত্রী শুরভিন চাওলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল শ্রীশান্তের। এমন গুঞ্জনও উঠেছিল। একটি রিয়্যালিটি শোয়ে দু’জনের আলাপ হয়েছিল। দু’জনের গভীর বন্ধুত্ব দেখে সংবাদমাধ্যমে রটে গিয়েছিল, প্রেম করছেন দু’জনে। এমনকী বেঙ্গালুরুর বিভিন্ন রেস্তরাঁ ও ডান্স ক্লাবে দু’জনকে একাধিকবার দেখা গিয়েছিল। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি।
শেষমেশ ২০১৩ সালে শ্রীশান্ত বিয়ে করেন ভুবনেশ্বরী কুমারীকে। দুই সন্তানও রয়েছে তাঁদের।
