আজকাল ওয়েবডেস্ক: কথায় বলে যে কোনও সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকা জরুরি। কিন্তু প্রত্যেক মানুষেরই চিন্তাভাবনা আলাদা। তাই অনেক সময় আমরা এমন কোনও কাজ করি কিংবা কোনও গোপন কথা বলে ফেলি, যার জন্য ভবিষ্যতে পস্তাতে হয়। আসলে প্রতিটি সম্পর্কের মধ্যেই সীমারেখা থাকা জরুরি। বিশেষত মহিলাদের এবিষয়ে বিশেষভাবে সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়। এমন কয়েকটি বিষয় রয়েছে যা মহিলাদের কাউকে বলা উচিত নয়। নচেৎ তাঁরা সংসারে অশান্তি, দাম্পত্যে ভাঙনের সম্মুখীন হতে পারেন। সমাজে হারাতে পারেন সম্মানও। 
১. পরিবারের সমস্যা- পরিবারের কিংবা সম্পর্কের কোনও সমস্যা কখনও প্রকাশ্যে আনা উচিত নয়। কারণ এই ধরনের কোনও সমস্যা কাউকে বললে সেই ব্যক্তি বিষয়টির সুযোগ নিতে পারেন। তাই খুব বিশ্বস্ত মানুষ ছাড়া অন্য কারওর সঙ্গে এমন কোনও কথা না বলাই উচিত।  
২. আয় ও ব্যয়- নিজের আয় ও ব্যয়ের ব্যাপারে মহিলাদের কাউকে বলা উচিত নয়। অনেক সময় কারওর সঙ্গে এবিষয়ে কথা বললে মানসিক দুশ্চিন্তার মধ্যে পড়তে হয়। এমনকী আর্থিক পরিস্থিতির উপরেও প্রভাব পড়তে পারে। 
৩. স্বাস্থ্যের সমস্যা- মহিলাদের স্বাস্থ্যের বিষয়েও কাউকে না বলাই শ্রেয়। আপনার যদি কোনও রকম শারীরিক সমস্যা থাকে তাহলে তা শুধুমাত্র প্রিয়জনের সঙ্গেই শেয়ার করুন।
৪. অতীতের কথা- নিজের অতীত সম্পর্কে মহিলাদের কোনও কথা প্রকাশ্যে আনা উচিত নয়। এমন কোনও সংবেদনশীল বিষয় কাউকে বললে তা আপনার গোপনীয়তার উপর প্রভাব ফেলতে পারে।
৫. ভবিষ্যৎ পরিকল্পনা- একজন মহিলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কাউকে বলা উচিত নয়। ভবিষ্যতে আপনি কী করতে চান কিংবা কী করার পরিকল্পনা রয়েছে এমন কোনও কথা প্রকাশ্যে বলা ঠিক নয়। নচেৎ এটি আপনার মানসিক অবসাদেরও কারণ হতে পারে।