আজকাল ওয়েবডেস্ক: ভেবেছিলেন যৌবন ধরে রাখবেন আরও কিছুদিন। পাবেন স্বপ্নসুন্দরীর মতো চেহারা। সেই লক্ষ্যেই স্তন উত্থিত করার জন্য অস্ত্রোপচার করাতে গিয়েছিলেন চিনের এক মহিলা। অস্ত্রোপচারে খরচ হয়েছিল প্রায় তিন কোটি টাকা। শেষ পর্যন্ত সেই কৃত্রিম স্তনই হয়ে উঠল ভয়ঙ্কর অসুখের কারণ। 

হংকং এর একটি সংবাদমাধ্যমের খবর, দক্ষিণ পূর্ব চিনের জিয়াংশি প্রদেশের বাসিন্দা লিং লিং নামের ওই মহিলা ২০১৭ সালে কৃত্রিম স্তন বসানোর জন্য স্থানীয় একটি ক্লিনিকে যোগাযোগ করেন। সেই ক্লিনিক থেকে তাঁকে বেজিং-এর একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই এক কসমেটিক সার্জন তাঁকে পরামর্শ দেন সম্পূর্ণ নতুন ধরনের একটি উপাদান ব্যবহার করে স্তন উত্থাপন প্রক্রিয়াটি করতে। লিং লিং সেই মতো অস্ত্রোপচার করান।

অস্ত্রোপচারের কিছুদিন পর থেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখা দিতে শুরু করে লিং লিং-এর দেহে। চিকিৎসকেরা জানান, কৃত্রিম স্তনের জন্যই এমনটা হচ্ছে। এরপর সাত বছরে মোট নয় বার অস্ত্রোপচার করতে হয় লিং লিং এর। একাধিকবার চেষ্টা করা হয় প্রতিস্থাপিত কৃত্রিম স্তন ঠিক করার। কিন্তু কিছুতেই লাভ হয়নি। শেষ পর্যন্ত সাংহাইতে একটি বড় হাসপাতালে ভর্তি হন লিং লিং। দেখা যায় স্তন উত্থাপনের জন্য যে উপাদান ব্যবহার করা হয়েছে সেগুলি পেটের কাছে এসে জমে গিয়েছে, গলে দলা পাকিয়ে গিয়েছে। এমনকী ত্বকের বিভিন্ন অংশ থেকে পুঁজের মতো করে বেরিয়ে আসছে। তড়িঘড়ি ফের অস্ত্রোপচার করতে বাধ্য হন চিকিৎসকেরা। লিং লিং এর ভিতরের কৃত্রিম উপাদান পরীক্ষা করে দেখা যায়, উট, গোরিলা এবং বাদুড়ের মত একাধিক পশুর ডিএনএ রয়েছে তাতে!

তবে কি স্তন উত্তোলনের জন্য পশুর চর্বি ব্যবহার করা হয়েছিল? নিশ্চিত নন চিকিৎসকেরা। তবে তাঁরা জানিয়েছেন, গোটা ঘটনায় খুবই খারাপ পড়েছে লিং লিং-এর শরীর ও মনের উপর। তাঁকে আংশিক পক্ষাঘাতগ্রস্ত ঘোষণা করেছেন চিকিৎসকেরা। তদন্ত শুরু হয়েছে আগের হাসপাতালের বিরুদ্ধে।