আজকাল ওয়েবডেস্ক: মেলালেন তিনি মেলালেন, এখানে ‘তিনি’ বলতে যদিও অন্য কেউ নন, এই ‘তিনি’ একটি ডেটিং রিয়ালিটি শো। আসলে কখনও কখনও বাস্তব কল্পনাকেও হার মানায়। তেমনই এক ঘটনার সাক্ষী থাকলেন ইংল্যান্ডের বার্মিংহামের দুই বোন - কেটি এবং লুইসি।

ইংল্যান্ডের একটি টেলিভিশন চ্যানেল ডেটিং সংক্রান্ত একটি রিয়েলিটি শো হয়। নাম- ‘ফার্স্ট ডেটস’। এই অনুষ্ঠানে ডেটিং করতে ইচ্ছুক প্রতিযোগীরা অংশ নেন। এই অনুষ্ঠানেই অংশ নেওয়ার জন্য আবেদন করেন কেটি। তাঁর আবেদন গৃহীত হয়। আর এই শোতে মুখ দেখানোর পরেই চিরতরে বদলে যায় তাঁর জীবন। শোতে নিজের পরিচয় দেওয়ার সময় তিনি জানান, আদপে তিনি পালিতা কন্যা। খুব ছোটবেলায় দত্তক নেওয়া হয় তাঁকে। সেই থেকেই পালক বাবা মায়ের কাছেই বড় হয়েছেন তিনি। শো-এর এই পর্ব প্রকাশিত হতেই এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির থেকে মেসেজ আসে তাঁর কাছে।

কেটি জানান, যিনি মেসেজ করেন তিনি আর কেউ নন, লুইসি। লুইসিই তাঁকে জানান, কেটির জীবন বৃত্তান্ত শোনার পর তাঁর মনে হচ্ছে তিনি লুইসির নিজের বোন। কথপোকথন এগোতেই প্রকাশ্যে চলে আসে সত্যিটা। দেখা যায় আদপেই তাঁরা দুই বোন। খুব অল্প বয়সে মা-বাবা তাঁদের ছেড়ে চলে যান। এর পর দুই বোনের ঠাঁই হয় সরকারি হোমে। সেখান থেকেই আলাদা আলাদা দম্পতি দত্তক নেন তাঁদের। এর পর আর কোনও দিন দেখা হয়নি তাঁদের। প্রায় দেড় দশক পর একে অপরের দেখা পেয়ে কান্নায় ভেঙে পড়েন দুই বোন। আর কোনও দিন একে অপরকে ছেড়ে না যাওয়ার শপথ নিয়েছেন তাঁরা। নিজেরাই নিজেদের এই কঠিন সত্যের কথা নেটমাধ্যমে প্রকাশ করেছেন কেটি ও লুইসি। তাঁদের আশা এই কাহিনি জানতে পেরে আরও অনেক হারিয়ে যাওয়া ভাই বোন একে অপরকে খুঁজে বার করার চেষ্টা করবেন।