আজকাল ওয়েবডেস্ক: বিশ্বাসই দাম্পত্যের বুনিয়াদ। সেই বিশ্বাস ভঙ্গ হলে কষ্ট হওয়াই স্বাভাবিক। উপরন্তু যদি নিজের মা সেই বিশ্বাস ভঙ্গের কারণ হয়, তাহলে মনে তো ধাক্কা লাগবেই। এমনই এক ঘটনার কথা সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে নেটমাধ্যম রেডিটে। অভিযোগকারিণী নিজের ‘যন্ত্রণা’র কথা সম্প্রতি নিজেই জানিয়েছেন নেটমাধ্যমে।
রেডিট পোস্টে নাম প্রকাশে অনিচ্ছুক ওই বধূ লিখেছেন, স্বামীর সঙ্গে তাঁর বিয়ে হয়েছে প্রায় ২o বছর। কিন্তু এই ২o বছরের আপাত সুন্দর জীবন হঠাৎ করেই মাথায় বাজ পড়ার মতো ঘটনা ঘটে। মহিলার দাবি, বান্ধবীদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন তিনি। হঠাৎ শরীর খারাপ লাগায় বাড়ি ফিরে আসেন। কিন্তু শয়নকক্ষের দরজা খুলতেই মাথায় আকাশ ভেঙে পড়ে তাঁর।
শয়নকক্ষে নিজের মা এবং স্বামীকে সঙ্গমরত অবস্থায় দেখে ফেলেন তিনি। ধরা পড়ার পর লজ্জা পাওয়া তো দূর উল্টে মা তাঁকে জানান, জামাইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নতুন নয়। মেয়ে-জামাইয়ের বিয়ের আগে থেকেই সম্পর্ক তাঁদের। গত ২২ বছর ধরে শারীরিক যোগ রয়েছে তাঁদের মধ্যে। স্বাভাবিক ভাবেই একথা শোনার পর আর বাড়িতে থাকেননি ওই বধূ। সন্তানদের সঙ্গে নিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে গিয়েছেন বধূ।
