আজকাল ওয়েবডেস্ক: আজই সেই রাত। আজ রাতেই নিশীথ আকাশ এক মহাজাগতিক অভিশাপের সাক্ষী হতে চলেছে। বিজ্ঞানের চোখে যা কেবলই এক রক্তিম চাঁদের খেলা, সনাতন জ্যোতিষ শাস্ত্রের চোখে তা এক ভয়াল ষড়যন্ত্র। আজ চাঁদ পৃথিবীর ছায়ায় ঢাকবে না, বরং আসুরিক শক্তি রাহুর বিষাক্ত নিঃশ্বাসে পীড়িত হয়ে উঠবে। এই চন্দ্রগ্রহণ নিছকই একটি গ্রহণ নয়, এটি এক অশুভ শক্তির দ্বারন্মোচনের ইঙ্গিত, যার বিধ্বংসী প্রভাব আগামী ছয় মাস ধরে চলবে এবং নির্দিষ্ট কিছু রাশির জীবনে চরম বিপর্যয় ডেকে আনতে পারে।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র‍্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
কেন এই গ্রহণ এতটা ভয়ঙ্কর?
এই গ্রহণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছায়াগ্রহ রাহু। পৌরাণিক কাহিনী অনুসারে, রাহু হল এক প্রতিহিংসাপরায়ণ অসুর, যার অমৃত পানের ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছিল সূর্য ও চন্দ্র। সেই অনন্ত আক্রোশের বশেই রাহু আজও চন্দ্রকে গ্রাস করে তার উপর নিজের সমস্ত তমোগুণী ও ধ্বংসাত্মক শক্তি বর্ষণ করে। জ্যোতিষ শাস্ত্রে চন্দ্র হল মন, আবেগ, শান্তি ও মাতৃত্বের প্রতীক। যখন সেই চন্দ্রই রাহুর মতো পাপগ্রহের দ্বারা আক্রান্ত হয়, তখন তা বিষাক্ত হয়ে ওঠে। এই বিষ কেবল চাঁদের আলোতেই সীমাবদ্ধ থাকে না, তা পৃথিবীর প্রতিটি জীবের মন ও মস্তিষ্কে ছড়িয়ে পড়ে, জন্ম দেয় ভয়, হিংসা, অবসাদ, বিভ্রান্তি এবং বিনাশের।
আজকের গ্রহণটি ঘটছে দেবগুরু বৃহস্পতির রাশি মীন রাশিতে এবং শনিদেবের নক্ষত্র উত্তর ভাদ্রপদে। জলতত্ত্বের রাশিতে এই গ্রহণ একদিকে যেমন সুনামি, বন্যা বা সামুদ্রিক ঝড়ের মতো প্রাকৃতিক বিপর্যয়ের ইঙ্গিত দিচ্ছে, তেমনই মানুষের আবেগ ও মানসিক জগতে এক ভয়াল সুনামির সৃষ্টি করতে চলেছে।
যে ৪ রাশির জীবনে বিপর্যয় ও সর্বনাশের আশঙ্কা।
এই রাহুর গ্রাস সমস্ত রাশির উপর প্রভাব ফেললেও, ৪টি রাশির জাতক-জাতিকাদের জীবনে অশনি সংকেত নিয়ে আসার আশঙ্কা খুবই বেশি। এদের আগামী ছয় মাস অত্যন্ত সাবধানতার সঙ্গে পার করতে হবে।
১। মীন রাশি: যেহেতু গ্রহণ মীন রাশিতেই ঘটছে, তাই এর সবচেয়ে বিধ্বংসী আঘাত এই রাশির উপরেই আসবে। মনোজগতে এক অন্ধকার নেমে আসতে পারে। চরম মানসিক যন্ত্রণা, কাছের মানুষের থেকে বিশ্বাসঘাতকতা, সম্মানহানি এবং মারাত্মক শারীরিক কষ্টের সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা প্রায় শূন্য হয়ে যাবে এবং প্রতিটি পদক্ষেপে ভুল হওয়ার ঝুঁকি থাকবে। এটি মীন রাশিতে জীবনের অন্যতম কঠিন পরীক্ষা হতে চলেছে।
২। কন্যা রাশি: কন্যা রাশির ঠিক বিপরীতে, সপ্তম ঘরে এই গ্রহণ ঘটছে। এর ফলে কন্যা রাশির দাম্পত্য জীবন এবং ব্যবসায়িক অংশীদারিত্বে চরম ভাঙনের সৃষ্টি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকতে পারে, যা বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। ব্যবসায়িক পার্টনারের সঙ্গে এমন সংঘাত হতে পারে, যা জাতককে আইনি ঝামেলায় ফেলবে। সামাজিক ক্ষেত্রেও বড় ধরনের অপমান বা কলঙ্কের শিকার হতে পারেন।
আরও পড়ুন: মধুচক্র চালানোয় অভিযুক্ত অভিনেত্রী অনুষ্কা দাস! সেক্স র‍্যাকেট থেকে উদ্ধার বাংলা সিরিয়ালের আরও ২ নায়িকা! তুলকালাম মহারাষ্ট্রে
৩। মিথুন রাশি: মিথুন রাশির দশম অর্থাৎ কর্মস্থানে এই গ্রহণ মারাত্মক প্রভাব ফেলবে। কর্মজীবনে আকস্মিক ঝড় উঠতে পারে। বহুদিনের পরিশ্রমে গড়া সম্মান ও পদমর্যাদা ধুলোয় মিশে যাওয়ার আশঙ্কা। কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ বা ষড়যন্ত্রের শিকার হয়ে চাকরি হারানোর মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়েও চরম দুঃশ্চিন্তায় ভুগতে হতে পারে।
৪। ধনু রাশি: চতুর্থ অর্থাৎ সুখস্থানে এই গ্রহণ আঘাত হানছে। পারিবারিক শান্তি সম্পূর্ণভাবে বিঘ্নিত হবে। পরিবারে মারাত্মক অশান্তি, সম্পত্তি নিয়ে ভাইবোনের সঙ্গে রক্তক্ষয়ী বিবাদ এবং গৃহত্যাগের মতো পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বড় লোকসানের মুখে পড়তে পারেন। মানসিক শান্তি বলে আর কিছু অবশিষ্ট থাকবে না।
এই মহাজাগতিক ঝড়ের অভিঘাত থেকে বাঁচতে হলে একমাত্র পথ হল আধ্যাত্মিক শক্তি। গ্রহণের সময় উপবাস, ঈশ্বরের নাম জপ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ এবং গ্রহণ শেষে দানকর্মই হতে পারে আপনার একমাত্র সুরক্ষা কবচ। অন্যথায়, এই অশুভ সময়ের অন্ধকার আপনাকে গ্রাস করতে পারে।