চারিদিকে কত সংস্থা কত রকম বিজ্ঞাপনের প্রলোভনই না দেখায়! যার ফাঁদে পা দিয়ে অনেকেই বেশ অর্থব্যয় করেন। কখনও কখনও আজব বিজ্ঞাপনের প্রস্তাব আলোড়নও তোলে। আজকাল অনলাইন থেকে অফলাইন, সবেতেই রয়েছে নানা অফারের হাতছানি। তবে কখনও বিকিনি পরলে গাড়ির জ্বালানি বিনামূল্যে পাওয়ার প্রস্তাব পেয়েছেন? হ্যাঁ, শুনতে যতই অদ্ভুত লাগুক, বাস্তবেই ঘটেছে এমন ঘটনা।
রাশিয়ার সামারা শহরে এক গ্যাস স্টেশনের অভিনব প্রচার নিয়ে তোলপাড় হয়েছে গোটা বিশ্ব। গ্রাহকদের আকৃষ্ট করতে পাম্প কর্তৃপক্ষ ঘোষণা করে যে কেউ বিকিনি পরে আসলে বিনামূল্যে গাড়িতে জ্বালানি ভরতে পারবেন। এই ঘোষণা হতেই সকাল থেকে শুরু হয় হুলস্থূল। কয়েক ঘণ্টার মধ্যেই পাম্পের সামনে বিকিনি পরা গ্রাহকদের লম্বা লাইন পড়ে যায়। শুধু মহিলারাই নয়, অনেক পুরুষও মজার ছলে বিকিনি পরে হাজির হন পেট্রোল নিতে!
আরও পড়ুনঃ বন্ধুত্ব ‘বিষাক্ত’ হয়ে উঠেছে? কোন লক্ষণ দেখলেই ছদ্মবেশী বন্ধুর থেকে দূরে সরে আসবেন?
যদিও ঘটনাটি বেশ কয়েক বছর আগের বলে শোনা গিয়েছে। সেই সময়ে একটি ভিডিও নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে। ক্যামেরাবন্দি মুহূর্তে ধরা পড়েছে, কেউ কেউ বিকিনি পরে পাম্পের পাশে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন, কেউ আবার বিচের পোশাকে গাড়ি পরিষ্কার করছেন হাসিমুখে। আবার এমন দৃশ্য দেখতে জ্বালানি না নিলেও ভিড় জমিয়েছেন অনেকে। যাদের কেউ কেউ মজা পেয়ে ভিডিও করতে ব্যস্ত। কৌতুকের সুরে কারওর বক্তব্য, “বছরের সবচেয়ে উদ্ভট অফার!”

এই ঘটনাটি মুহূর্তেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘণ্টার মধ্যে ভিডিওগুলো ছড়িয়ে পড়ে ইউরোপ থেকে আমেরিকা পর্যন্ত এবং সংবাদমাধ্যমগুলোও বিষয়টি তুলে ধরে। তবে প্রচারের পাশাপাশি এই স্টান্ট নিয়ে তৈরি হয় বিতর্কও। এমন অফারের কারণে রাস্তায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। নেটপাড়ার একাংশের মতে, ঘটনাটি ‘যৌন বৈষম্যমূলক’ ও ‘অসুরক্ষিত প্রচার’। অন্যদিকে, অনেকেই বিষয়টিকে দেখেছেন এক মজার মার্কেটিং আইডিয়া হিসেবে। যা সকলেরই নজর কাড়তে সফল হয়েছে।
স্থানীয় এক স্থানীয় বাসিন্দার কথায়, “এত মানুষ একসঙ্গে বিকিনি পরে পেট্রোল নিতে এসেছে এমন দৃশ্য জীবনে দেখিনি। পুরো শহর থমকে গিয়েছিল!” যদিও বিতর্ক থামেনি, তবে এই উদ্যোগে গ্যাস স্টেশনটি যা চেয়েছিল তা পেয়ে গিয়েছে। বিশ্বব্যাপী প্রচার, লক্ষ লক্ষ ভিউ, আর ‘ওনলি ইন রাশিয়া’ শিরোনামে ভাইরালের দুনিয়ায় উঠে এসেছে পাম্প কর্তৃপক্ষ।
