আজকাল সমাজ মাধ্যমের যুগে কত রকম ঘটনা সামনে আসে। যার মধ্যে বিয়েকে ঘিরে যত কাণ্ডই না ভাইরাল হয়। কখনও বিয়ের মণ্ডপে বর-কনের চুলোচুলি, আবার কখনও কনের শেষ মুহূর্তে বিয়ে করতে রাজি না হওয়া। এখানেই শেষ নয়, বিয়ের আরও নানা অদ্ভুত ঘটনা নেটদুনিয়া খুললেই চোখ পড়ে। তবে এবার যে ঘটনা সামনে এসেছে তা সকলকে চমকে দিয়েছে। 

বিয়ে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এক দম্পতির জীবনে সেই বিশেষ দিনেই ঘটেছে অঘটন। বিয়ের মণ্ডপে শপথ পাঠের সময় বরের মুখে হঠাৎ বেরিয়ে এসেছে তাঁর প্রাক্তন প্রেমিকার নাম। ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের এক বিয়ের অনুষ্ঠানে বর মুখ ফসকে উচ্চারণ করে বসেন তাঁর প্রাক্তন প্রেমিকার নাম। মুহূর্তেই হতবাক হয়ে যান কনে। হাসিতে ফেটে পড়েন উপস্থিত অতিথিরা। 

আরও পড়ুনঃ সাধ করে রোজ ঠোঁটে ছোঁয়ান! অজান্তেই মারণরোগ ডাকছেন না তো? কোন লিপস্টিক ভুলেও কিনবেন না জানুন

জানা যায়, ৫১ বছরের বর অ্যান্ড্রু ফিল্ডসের সঙ্গে বিয়ের ঠিক হয় ৪৬-এর রেবেকার। নির্দিষ্ট দিনে রেজিস্ট্রি অফিসে শপথ পাঠের জন্য দাঁড়িয়ে ছিলেন যুগল। ঠিক তখনই ঘটে অঘটন। ক্যামেরাবন্দি সেই মুহূর্তের ভিডিওতে দেখা যায় যে বেশ নার্ভাস অ্যান্ড্রু শপথ পাঠ করতে গিয়ে তাঁর প্রাক্তন প্রেমিকার নাম বলে বসেন। এদিকে আচমকা বরের মুখে তাঁর প্রাক্তন প্রেমিকার নাম শুনে কনে একেবারেই বাকরুদ্ধ হয়ে পড়েন। রেবেকা সঙ্গে সঙ্গে অবাক হয়ে হেসে ফেলেন এবং ভুলটা ঠিক করে দেন। উপস্থিত সবাইও হো হো করে হেসে ওঠেন।

পরে অ্যান্ড্রু নিজেও টের পান তিনি কী ভুল করেছেন। যতই ভুলবশত প্রাক্তন প্রেমিকার নাম উচ্চারণ করেন, বরের এই কাণ্ডে যে আবেগঘন মুহূর্তে বিয়ের পরিবেশ মুহূর্তে অস্বস্তিকর হয়ে ওঠে। উপস্থিত আত্মীয়স্বজন ও বন্ধুরাও বিস্মিত হয়ে পড়েন। 

আরও পড়ুনঃ জামাইয়ের সঙ্গে ষড়যন্ত্র করে নিজের স্বামীর গোপনাঙ্গ কেটে নিলেন শাশুড়ি! কারণ জানলে রক্ত ঠান্ডা হয়ে যাবে

ঘটনাটি সমাজ মাধ্যমে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। সঙ্গে উপচে পড়ে নেটাগরিকদের মন্তব্য। কেউ হাসির ছলে প্রতিক্রিয়া জানান। কারওর আবার একেবারে পছন্দ হয়নি বরের কাণ্ড। মজা করলেও অনেকেই মন্তব্য করেছেন, “এমন মুহূর্তে এমন ভুল আসলে একেবারেই ক্ষমার অযোগ্য।” আবার কারওপর মতে, “এটা তো জীবনের সবচেয়ে বড় ভুল।” আবার অনেকে বলেছেন, “এমন ঘটনার পরও বিয়ে ভেঙে না গিয়ে যদি হাসির রসে গড়িয়ে যায়, তবে এ সম্পর্কের ভিত্তি অনেক মজবুত।”