আজকাল ওয়েবডেস্ক: বাস্তব যে এত নির্মম হবে কল্পনাও করতে পারেননি স্প্যানিশ তারকা। চোখের সামনে অন্য যুবকের সঙ্গে মিলিত হচ্ছেন তাঁরই প্রেমিকা! আর সেই ভিডিও সরাসরি দেখতে হচ্ছে তাঁকে। অবিশ্বাস্য মনে হলেও এমনিই ঘটনার ঘটেছে জনপ্রিয় স্প্যানিশ রিয়ালিটি শো ‘টেম্পটেশন আইল্যান্ড স্পেন’-এ। রিয়ালিটি শো-এর সেই ভিডিও তুমুল ভাইরাল নেটমাধ্যমে।

‘টেম্পটেশন আইল্যান্ড স্পেন’ বা স্থানীয় ভাষায় ‘লা ইসলা দে লাস টেন্টাসিওনেস’ এমন একটি রিয়ালিটি শো যেখানে অবিবাহিত প্রেমিক প্রেমিকারা তাঁদের সম্পর্ক কতটা মজবুত তা পরীক্ষা করতে আসেন। একটি নির্জন দ্বীপে আলাদা আলাদা বাংলোতে অন্য নারী-পুরুষদের সঙ্গে থাকতে দেওয়া হয় তাঁদের। পরীক্ষা করা হয়, তাঁরা সেই নির্জন দ্বীপে বসবাস করার সময় অন্য কারও প্রতি আকৃষ্ট হন কি না। একই লক্ষ্যে এই অনুষ্ঠানে এসেছিলেন মন্তোয়া এবং অনিতা নামের যুগল। কিন্তু শেষ পর্যন্ত নিজেদের সম্পর্ক ধরে রাখতে পারলেন না তাঁরা।

শো-তে দেখা গিয়েছে, এক ঝড়ের রাতে মন্তোয়া যখন দ্বীপের অন্য প্রান্তে রয়েছেন, তখন প্রেমিকা অনিতা ম্যানুয়েল নামের অন্য এক যুবকের শয্যাসঙ্গিনী হচ্ছেন। শোয়ের পরিচালকরা সেই ঘটনার ভিডিও সরাসরি দেখিয়ে দেন মন্তোয়াকে। রীতিমতো আতঙ্কিত হয়ে ওঠেন মন্তোয়া। ঝড়ের মধ্যেই দ্বীপের অন্য প্রান্তে ছুটে যাওয়ার চেষ্টা করেন তিনি। অনিতার এহেন কাণ্ডে ছি ছি করছেন নেটিজেনদের একাংশ। তবে সমালোচনায় কান দিতে নারাজ অনিতা। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের নাচের ভিডিও প্রকাশ করে তিনি জানিয়েছেন, জীবনে এই প্রথম মুক্তির স্বাদ পেয়েছেন তিনি।