আজকাল ওয়েবডেস্ক: নির্দিষ্ট সময় অন্তর প্রতিটি গ্রহ স্থান পরিবর্তন করে। যার প্রভাব পড়ে ১২টি রাশির উপর। শীঘ্রই নক্ষত্র পরিবর্তন করবে শুক্র। আগামী ১ ফেব্রুয়ারি শুক্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করতে চলেছে। এই নক্ষত্রের অধিপতি ধন এবং বৈভবের দাতা শনি। জ্যোতিষ শাস্ত্রে শুক্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শুক্রের অবস্থান যে কোনও মানুষের জীবনে বড় প্রভাব ফেলতে পারে। শীঘ্রই শুক্র-শনির চালে ভাগ্যের চাকা ঘুরতে চলেছে ৩ রাশির। তাহলে টাকায় ভাসবে কাদের জীবন, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি- শুক্র-শনির প্রভাবে বৃষ রাশির সুদিন ফিরতে চলেছে। যে কোনও কাজে সাফল্যের যোগ রয়েছে। যারা নতুন চাকরি খুঁজছেন তাঁদের চাকরি পাওয়ার যোগ রয়েছে। পুরনো চাকরিতে উন্নতি করতে পারেন। দাম্পত্য জীবনে সুখ থাকবে। প্রিয়জনের সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।
মিথুন রাশি- শুক্রের-শনির চালে মিথুন রাশির জন্য লাভজনক হতে চলেছে। জীবনের অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভাল থাকবে। ব্যবসায়ীরা লাভের মুখ দেখবেন। কর্মসূত্রে বিদেশ যাওয়ার যোগ রয়েছে।
সিংহ রাশি- শুক্রের এই নক্ষত্র পরিবর্তনে সিংহ রাশির অধিকারীদের জীবনে। আর্থিক পরিস্থিত উন্নতি হবে। অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। ঋণ শোধ করতে পারেন। তবে বুঝেশুনে খরচ করতে হবে। নাহলে আয়-ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রাখা মুশকিল হবে। ব্যবসায়ে বড় বিনিয়োগের সুযোগ আসতে পারে। পরিবারের সদস্যদের স্বাস্থ্যের উন্নতি হবে।
