আজকাল ওয়েবডেস্ক: গরম পড়তে না পড়তেই ধুলো আর রোদের আক্রমণে বেহাল দশা চুলের। অনেকেই চুলের স্বাস্থ্য ভাল রাখতে বিভিন্ন বাজারজাত প্রসাধনী ব্যবহার করেন। কিন্তু রাসায়নিক পদার্থ বেশি ব্যবহার করলে হিতে বিপরীত হতে পারে। বরং চুলের যত্নে ব্যবহার করতে পারেন এমন একটি ফুল যা পাওয়া যায় হাতের কাছেই- নীলকণ্ঠ। এই ফুল চুলের জন্য খুবই উপকারী বলে মনে করা হয়।
কীভাবে ব্যবহার করবেন এই ফুল?
১. নীলকণ্ঠ ফুলের তেল: কিছু তাজা নীলকণ্ঠ ফুল সংগ্রহ করুন। একটি কাঁচের বোতলে নারকেল তেল, অলিভ অয়েল বা আপনার পছন্দের অন্য কোনও চুলের তেল নিন। ফুলগুলি তেলের মধ্যে ডুবিয়ে দিন। বোতলের মুখ বন্ধ করে রোদে বা হালকা গরম স্থানে ২-৩ সপ্তাহ রেখে দিন। এতে ফুলের নির্যাস তেলের সঙ্গে মিশে যাবে। এই তেল নিয়মিত মাথার ত্বকে মালিশ করুন এবং কিছুক্ষণ পর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
২. নীলকণ্ঠ ফুলের হেয়ার মাস্ক: কিছু শুকনো নীলকণ্ঠ ফুল গুঁড়ো করে নিন। অথবা তাজা ফুল বেটে নিন। এই ফুলের পেস্টের সঙ্গে টক দই, মধু বা ডিমের সাদা অংশ মিশিয়ে একটি মসৃণ মাস্ক তৈরি করুন। মাস্কটি মাথার ত্বক ও চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট রেখে দিন। এরপর হালকা গরম জল ও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।
৩. নীলকণ্ঠ ফুলের জল দিয়ে চুল ধোয়া: কয়েকটি তাজা বা শুকনো নীলকণ্ঠ ফুল এক গ্লাস জলে ফুটিয়ে নিন। জল ঠাণ্ডা হলে ছেঁকে নিন। শ্যাম্পু করার পর এই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। এটি চুলের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে।
সতর্কতা: প্রথমবার ব্যবহারের আগে অল্প পরিমাণে ব্যবহার করে দেখে নিন, যাতে কোনও অ্যালার্জি বা না হয়। যদি আপনার কোনও বিশেষ ত্বকের সমস্যা থাকে, তবে ব্যবহারের আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।
