আজকাল ওয়েব ডেস্ক: শহরজুড়ে হেমন্তের আমেজ পড়তে শুরু করেছে। ভোরের দিকে বেশ ভাল রকম একটা ঠান্ডার অনুভূতি টের পাওয়া যাচ্ছে। পাখা কমিয়ে দিলেই আরাম বোধ হচ্ছে। এসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এবার লেপ ব্ল্যাঙ্কেটের সঙ্গে বন্ধুত্ব শুরু করার পালা। কিন্তু তারা যে বেশ কিছু মাস ধরে আলমারি বন্দী। ওয়ার্ডরোব খুলে বের করার সাহস জুগিয়েছেন কিন্তু দূর্গন্ধ সহ্য করতে পারছেন না? আসলে এতদিন ধরে বাক্সবন্দি হয়ে থাকার কারণে বের করলেই এক অদ্ভুত গন্ধ বের হয়৷ তখন দরকার হয় ড্রাই ক্লিনিং-এ পাঠানোর৷ কিন্তু অনেক সময় সময়ের অভাবে হয়ে ওঠে না৷ আবার তা বেশ ব্যয় সাপেক্ষও বটে। কয়েকটা ঘরোয়া উপায় আছে, যাতে কম্বলের সমস্ত গন্ধ একেবারেই গায়েব হবে।
জলে সামান্য সাদা ভিনিগার মিশিয়ে নিন৷ স্প্রে বোতলে ভরে রাখুন৷ এবার কম্বলের উপর ভাল করে ছিটিয়ে দিন৷ তারপর ভাল করে রোদে ছিটিয়ে দিন৷ ভিনিগার সমস্ত দুর্গন্ধ টেনে নেবে। অনেক সময় কম্বলের ফাইবার কৃত্রিম তুলো দিয়ে তৈরি হয়৷ তখন রোদে দিলেও গন্ধ দূর হয় না৷ সেক্ষেত্রে ওয়াশিং মেশিনে কম্বল ধুয়ে নিন৷ অবশ্যই মাথায় রাখুন মাইল্ড ডিটারজেন্ট ব্যবহার করবেন৷ তারপর রোদে শুকিয়ে নিন।
মেঝেতে কম্বল বিছিয়ে দিন৷ এবার সামান্য বেকিং সোডা ছিটিয়ে দিন৷ তারপর কয়েক ঘণ্টা রেখে রাখুন৷ এবার ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভাল করে পরিষ্কার করে নিন৷ বেকিং সোডা গন্ধ শুষে নিতে সাহায্য করবে৷
ঘরেও কম্বল কেচে নিতে পারেন খুব সহজে। উষ্ণ গরমজলে শ্যাম্পু বা কম ক্ষারযুক্ত ডিটারজেন্ট দিয়ে নিন। তাতে এবার সাধারণ তাপমাত্রার জল মিশিয়ে দিয়ে নিন। সম্ভব হলে ক্লথ সফ্টনার লিকুইডে তা খানিকক্ষণ ভিজিয়ে রাখতে পারেন।
অনেক সময় কম্বল থেকে দুর্গন্ধ বের হতে থাকে। এমন অবস্থায় একটি স্প্রে বোতল নিয়ে তাতে গোলাপ জল ও ভিনেগার মিশিয়ে নিন। ওই তরল কম্বলে ভাল করে স্প্রে করুন। কিছুক্ষণ খোলা বাতাসে রেখে দিন।
