আজকাল ওয়েবডেস্ক: এই কাঠফাটা গরমে এক ঢোক জল যেন অমৃতসুধা। কিন্তু জানেন কি এই গরমে প্লাস্টিকের বোতলে জল রাখা এবং সেই জল পান করা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। বিশেষ করে রোদে রাখা প্লাস্টিক বোতল থেকে জল খাওয়া একেবারেই উচিত নয়।
১। রাসায়নিক নিঃসরণ: সূর্যের তাপে প্লাস্টিকের বোতল গরম হলে, বোতলের প্লাস্টিক থেকে ক্ষতিকর রাসায়নিক পদার্থ জলে মিশে যেতে পারে। এই রাসায়নিক পদার্থগুলির মধ্যে বিসফেনল এ এবং অ্যান্টিমনি-র মতো উপাদান থাকতে পারে। এগুলি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
২। প্লাস্টিকের কণা: তাপে প্লাস্টিক ভেঙে ছোট ছোট কণা বা মাইক্রোপ্লাস্টিকে পরিণত হয় এবং এই কণাগুলি জলে মিশে যেতে পারে। এই মাইক্রোপ্লাস্টিকগুলি পেটে গেলে শরীরের জন্য ক্ষতিকর হতে পারে।
৩। ব্যাকটেরিয়ার বৃদ্ধি: রোদে রাখা জলের বোতল গরম হলে, তাতে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি দ্রুত হতে পারে। এই দূষিত জল পান করলে পেটের সংক্রমণ বা অন্যান্য স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে।
৪। স্বাদের পরিবর্তন: রোদে থাকার কারণে জলের স্বাদ পরিবর্তিত হতে পারে, যা পান করার জন্য অনুপযুক্ত হতে পারে। প্লাস্টিকের গন্ধ জলে মিশে যেতে পারে। ফলে দেখা দিতে পারে বমিভাব।
গরমের দিনে বা রোদে, প্লাস্টিকের বোতলের পরিবর্তে কাঁচের বা স্টেইনলেস স্টিলের বোতল ব্যবহার করা উচিত। এছাড়াও, বোতল ঠান্ডা ও ছায়াযুক্ত স্থানে রাখা উচিত।
