আজকাল ওয়েবডেস্কঃ ঘরোয়া উপায়ে ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে উবটান সবথেকে বেশি জনপ্রিয় ও কার্যকরী। সান ট্যান দূর করা থেকে শুরু করে ত্বক উজ্জ্বল করার ক্ষেত্রে উবটানের গুরুত্ব সবচেয়ে বেশি। সামনেই যদি আপনার বিয়ে হয়, তবে এই উবটানেই ভরসা রাখুন। নামিদামী কোম্পানির রাসায়নিক মিশ্রিত ফেস প্যাক, ক্রিম ব্যবহার না করে জেল্লা আসবে। রাতারাতি এমন সৌন্দর্য একমাত্র ঘরোয়া রূপটানেই সম্ভব। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই উবটান প্যাক।
এক চামচ করে বেসন, মুলতানি মাটি ও চালের গুঁড়ো নিন। সঙ্গে দিন হাফ চামচ হলুদগুঁড়ো, দু'চামচ টকদই ও এক চামচ গোলাপ জল। ভাল করে মিশিয়ে মুখের সব জায়গায় মেখে নিন। ২০ মিনিট রেখে শুকিয়ে গেলে জল দিয়ে ধুয়ে ফেলুন। উবটান পরিষ্কার করে অবশ্যই ময়েশ্চারাইজার মেখে নেবেন।
হলুদে পলিফেনল, স্টেরল এবং অ্যালকালয়েডের মতো একাধিক উপকারী উপাদান রয়েছে। তাছাড়া এটি অ্যান্টিঅক্সিড্যান্টেও ঠাসা। যে কারণে নিয়মিত হলুদ লাগালে ত্বকের ভিতর জমে থাকা টক্সিন বেরিয়ে যায়। ফলে উপকার মেলে হাতেনাতে।
এই প্রাকৃতিক উপাদানের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি গুণও রয়েছে, যা আপনার ত্বকের অন্দরে প্রদাহ নিয়ন্ত্রণ করতে সিদ্ধহস্ত। ফলে হলুদের ছোঁয়ায় ত্বকের জ্বালা এবং লাল ভাব কমে যাবে মুহূর্তের মধ্যে। মুলতানি মাটি ত্বকের ময়লা পরিষ্কার করে এবং ত্বকে জমে থাকা মৃত কোষের স্তর সরিয়ে প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে আনে। চোখের নীচের কালো দাগ দূর করতে মুলতানি মাটি ব্যবহার খুব উপকারী। এটি রক্ত সঞ্চালন বাড়ায় ও চোখের নীচের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। ত্বক যদি খুব শুষ্ক হয়ে যায়, সে ক্ষেত্রে দই সঠিক ভাবে ব্যবহার করলে ত্বকের জেল্লা ফিরে আসতে পারে। দই ব্যবহার করলে ত্বকের বলিরেখাও দূর হয়। প্রাকৃতিক উপায়ে যদি ত্বকের যত্ন নিতে হয়, তা হলে দই এর বিকল্প নেই।
ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে উবটান। উবটান মুখ থেকে সমস্ত মরা কোষ দূর করে দেয়। উবটান মুখে নতুন কোষ গঠনে সাহায্য করে। যা আপনাকে এনে দেয় প্রাকৃতিক জেল্লা।
