আজকাল ওয়েবডেস্কঃ ঘন কালো একরাশ মাথার চুলই সৌন্দর্যের কেন্দ্রবিন্দু। কিন্তু এই চুল  সাদা   হয়ে গেলে সত্যি ভীষণ বিব্রত বোধ হয়।একবার চুলে পাক ধরা শুরু হলে সম্পূর্ণ চুলই ধীরে ধীরে সাদা হয়ে যায়। বাজার থেকে কেনা দামি রঙেও সমাধান মেলে না।কলপ থেকে হেনা,  চুলের কালো রঙ ফেরাতে চেষ্টার কমতি রাখেনা কেও। পার্লারের মোটা টাকা খরচ করেও দুই থেকে তিন সপ্তাহ পর চুলের গোঁড়া থেকে পাকা চুল উঁকি মারে। ঘন ঘন চুলে বেশী রাসায়নিক দেওয়া রঙ ব্যবহার করা হলে মাথার ত্বকে অ্যালার্জির সৃষ্টি করে।বাজার চলতি রঙে  অ্যামোনিয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের মতো রাসায়নিক থাকে।  চুলের স্বাভাবিক প্রোটিন নষ্ট করে  মাথার ত্বক শুষ্ক করে দিতে পারে। চুল ঝরে পড়া, ডগা ফেটে যাওয়ার মতো সমস্যা তারই উদাহরণ।

একগাদা টাকা খরচ করে চুলের সর্বনাশ করবেন না।বাড়িতেই  ঘরোয়া উপায়ে বানিয়ে নিন  চুল কালো করার রঙ। হ্যাঁ ঠিকই শুনেছেন। জেনে নিন কীভাবে বানাবেন এই টোটকা।

কিছু পেঁয়াজের খোসা নিন। প্যানে দিয়ে শুকনো খোলায় ভেজে নিন। সঙ্গে ৩-৪টি আমন্ড বাদাম, এক চামচ করে মেথি ও কালোজিরে দিন। আরও ৫ মিনিট ভাজুন। এবার সমস্ত উপকরণগুলো ব্লেন্ডারে গুঁড়ো করে নিন। এই গুঁড়োতে দু'চামচ নারকেল তেল নিন। ভাল করে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মাথায় সাদা চুলের উপর লাগিয়ে রাখুন আধঘন্টা। তারপর শ্যাম্পু করে নিন। চুল প্রাকৃতিক উপাদানে এমনভাবে কালো হবে আপনিও অবাক হবেন। 

মেথির বীজে প্রচুর পরিমাণে আয়রন এবং প্রোটিন রয়েছে। এই দুটি জিনিসই চুলের জন্য প্রয়োজনীয়। তাই মেথি দানা চুলের অনেক সমস্যার সমাধান করতে পারে। চুল পড়া, খুশকি থেকে শুরু করে শুষ্ক প্রাণহীন চুল ইত্যাদি থেকে মুক্তি দিতে পারে এই বিশেষ মেথি বীজ। কালোজিরাতে অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য থাকে। যা চুলের জন্য অত্যন্ত উপকারী। সাদা চুল কালো করতে বাজারের নামী-দামি পণ্যের থেকেও বেশি কার্যকরী হতে পারে এই উপাদান। কোনও রকম রাসায়নিক ছাড়া শুধুমাত্র এই ঘরোয়া উপাদানের প্রয়োগেই নিমেষের মধ্যে পাকা চুল কালো হতে পারে এই মশলার ম্যাজিকে।